ETV Bharat / state

শহরের একাকী বয়স্কদের সহায়তা করতে নয়া প্রকল্প চালু জেলা পুলিশ - Scheme for Oldage

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 5:42 PM IST

Cooch Behar Police: কোচবিহার শহরের একাকী বয়স্কদের জন্য নয়া প্রকল্প চালু করল জেলা পুলিশ ৷ সম্মান নামক এই প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা পাবেন প্রবীণরা?

Cooch Behar District Police
একাকী প্রবীণদের হাতে কার্ড তুলে দিচ্ছেন কোচবিহার জেলা পুলিশ (নিজস্ব ছবি)

কোচবিহার জেলা পুলিশের তরফে একাকী বয়স্কদের জন্য নয়া প্রকল্প (নিজস্ব ভিডিয়ো)

কোচবিহার, 16 মে: শহরের একাকী প্রবীণদের পাশে দাঁড়াতে 'সম্মান' প্রকল্প চালু করল কোচবিহার পুলিশ । বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশ লাইনের হলঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা করেন রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) রাজেশ যাদব। এই প্রকল্পের মধ্য দিয়ে কোচবিহার শহরের একাকী প্রবীণদের সুরক্ষা থেকে শুরু করে বিপদে সাহায্য, আইনি পরামর্শ ও বিভিন্ন উৎসবে অংশ নেওয়া-সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। এদিন প্রথম পর্যায়ে কোচবিহার শহরের 30 জন বয়স্ক মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামিদিনে জেলার সমস্ত বয়স্ক মানুষকে এর আওতায় নিয়ে আসা হবে ।

এদিন সবার হাতে একটি কার্ড দেওয়া হয়েছে। সেখানে পুলিশের হেল্পলাইন নম্বর রয়েছে। সেই নম্বরে ফোন করে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে । পাশাপাশি, পুলিশের একটি টিম করা হবে যারা নিয়মিত ওই প্রবীণ-প্রবীণাদের সঙ্গে যোগাযোগ রাখবে। আইজি রাজেশ যাদব বলেন, "বাড়িতে যে সমস্ত বয়স্ক পুরুষ ও মহিলারা একাকী থাকে তাঁদের সেবা, সম্মান ও সবধরনের সহযোগিতা করার লক্ষ্যে এই পরিকল্পনা। প্রথম পর্যায়ে কোচবিহার শহরের 30 জন বয়স্ক মানুষদের নিয়ে এই পরিকল্পনা নেওয়া হয়েছে । পরবর্তীকালে জেলার সমস্ত বয়স্ক লোকেদের অন্তর্ভুক্ত করা হবে ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে শহরে বহু বয়স্ক মানুষ আছেন যাঁরা বাড়িতে একা থাকেন । তাঁদের ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে থাকেন । কাজের লোকেদের ভরসা করে বাবা-মাকে রেখে যান ছেলেমেয়েরা। এতে সমস্যা হয় প্রবীণদের । কিছুদিন আগে কোচবিহার শহরের গোলবাগান এলাকায় এক বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার হয় । তাঁর পরিবারের সদস্যরা বাইরে ছিলেন । সেই ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ । এরপরই এই সম্মান প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয় ।

আরও পড়ুন :

  1. 85 বা তার ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেবে নির্বাচন কমিশন
  2. কোভিড পরবর্তী মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে বাড়াচ্ছে উদ্বেগ, পড়ুন বিস্তারিত বিশ্লেষণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.