ETV Bharat / state

Kunal Ghosh : ত্রিপুরায় অনুসরণ করছে বিজেপির বাইকবাহিনী, অভিযোগ কুণালের

author img

By

Published : Aug 7, 2021, 2:25 PM IST

trinamool leader kunal ghosh claims that bikers of bjp follow them in tripura
Kunal Ghosh : ত্রিপুরায় অনুসরণ করছে বিজেপির বাইকবাহিনী, অভিযোগ কুণালের

গত কয়েকদিন ত্রিপুরাতে ছিলেন কুণাল ঘোষ ৷ কারণ, সম্প্রতি ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানো হয়েছিল ৷ তারই প্রতিবাদে কুণাল ঘোষ-সহ তৃণমূলের একাধিক নেতা ত্রিপুরায় হাজির হয়েছিলেন ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে বলে অভিযোগ ৷

কলকাতা, 7 অগস্ট : একটি গাড়ির পিছনে ধাওয়া করছে দু’টি বাইক ৷ গাড়ির ভিতর থেকে তোলা ভিডিয়োতেই দেখা যাচ্ছে সেই দৃশ্য ৷ শনিবার সকালে ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

তাঁর দাবি, ‘‘ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী । ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি । শহরেও নজরদারি । পিছনে থাকছে । ফোনে জানাচ্ছে কাউকে ।’’

আরও পড়ুন : TMC-BJP : বিজেপিকে হারিয়ে তৃণমূল কি ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবে ?

এদিন সোশ্যাল মিডিয়ার ওই পোস্টেই এই কথাগুলি লিখেছেন কুণাল ঘোষ ৷ সঙ্গে বিজেপিকে (BJP) ‘ধন্যবাদ’ও দিয়েছেন ৷ তার থেকেই স্পষ্ট হচ্ছে যে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের এই নেতা তোপ দেগেছেন বিজেপিরই বিরুদ্ধে ৷ আর ওই বাইকবাহিনী আসলে বিজেপির পাঠানো বলেই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন ৷

গত কয়েকদিন ত্রিপুরাতে (Tripura) ছিলেন কুণাল ঘোষ ৷ কারণ, সম্প্রতি ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গাড়িতে হামলা চালানো হয়েছিল ৷ তারই প্রতিবাদে কুণাল ঘোষ-সহ তৃণমূলের একাধিক নেতা ত্রিপুরায় হাজির হয়েছিলেন ৷ সেই সময়ই তাঁদের বারবার অনুসরণ করা হয়েছে বলে অভিযোগ ৷

  • ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী। ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি। শহরেও নজরদারি। পিছনে থাকছে। ফোনে জানাচ্ছে কাউকে।
    আমার পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলির কত কষ্ট হল। আহা রে!
    ধন্যবাদ বিজেপি।
    আবার যাব। pic.twitter.com/avXYaz0C7a

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tripura TMC : তেইশে ত্রিপুরা জয়ই লক্ষ্য তৃণমূলের, নজরে মহিলা-যুব ভোট

তবে এই নিয়ে বিজেপির তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ ফলে ওই বাইক আরোহীরা আদৌ কোনও রাজনৈতিক দলের কি না, তা নিয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি ৷

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার প্রচেষ্টাকে বানচাল করার পর তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এখন লক্ষ্য ত্রিপুরা ৷ সেখানে বিজেপির বিপ্লব দেবের (Biplab Deb) সরকারকে উৎখাত করতে মরিয়া প্রচেষ্টা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল ৷

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় কংগ্রেস-বিজেপি ছেড়ে তৃণমূলে ভিড়, আমল দিতে নারাজ গেরুয়া বাহিনী

তাই উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে হাজির হয়ে যায় ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাক (IPAC) ৷ কিন্তু সংস্থার প্রতিনিধিদের আটকে দেওয়া হয় কোভিড প্রোটোকল অনুযায়ী ৷ এর বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের প্রতিনিধিরা হাজির হন ত্রিপুরায় ৷ সেই কারণেই গিয়েছিলেন অভিষেক ৷ তখনই তাঁর গাড়িতে হামলা চালানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.