পশ্চিমবঙ্গ

west bengal

Anish Khan Murder Case : ‘তৃণমূলী গুন্ডা আর পুলিশ খুন করেছে’, আনিশ খান হত্যাকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

By

Published : Feb 22, 2022, 9:32 AM IST

Suvendu Adhikari spoke about Anish Khan Murder Case
আনিশ খান হত্যাকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

যত সময় যাচ্ছে আনিশ খান হত্যাকাণ্ডে তত সুর চড়াচ্ছে সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো । এবার তাতে যোগ দিল বিজেপিও ৷ শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘তৃণমূলের গুন্ডা আর পুলিশ, দুইয়ে মিলে আনিশকে খুন করেছে (Suvendu Adhikari slams Mamata Banerjee over Anish Khan Murder Case) ।’’

কৃষ্ণনগর, 22 ফেব্রুয়ারি : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিশ খানকে খুন করা হয়েছে বলে অভিযোগ (Anish Khan Murder Case) ৷ ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা অধরা । যত সময় যাচ্ছে তত সুর চড়াচ্ছে সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো । এবার তাতে যোগ দিল বিজেপিও ৷ আগেই দিলীপ ঘোষ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলেন ৷ এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘তৃণমূলের গুন্ডা আর পুলিশ, দুইয়ে মিলে আনিশকে খুন করেছে ।’’

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আনিশ খান হত্য়াকাণ্ডে সিট গঠন করা হচ্ছে (Mamata Banerjee Announces to form SIT to investigate Anish Khan Murder Case) । এমনকি হাওড়া গ্রামীণ পুলিশের শীর্ষ আধিকারিকরা আনিশের বাড়ি গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন । তা নিয়েও শুভেন্দুর কটাক্ষের মুখে পড়লেন তৃণমূল সুপ্রিমো ৷

মৃত আনিশকে নিয়ে সমানে চলছে রাজনৈতিক টানাপোড়েন । সোমবার নদিয়াতে নির্বাচনী প্রচারে আসেন পদ্মশিবিরের নেতা । রানাঘাট, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় নির্বাচনী প্রচার করেন তিনি । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আনিশ খানকে পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা খুন করেছে । পুলিশ মাথায় বাড়ি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে । এখানে রাজ্য প্রশাসন আদৌ কিছু করবে ?’’

আরও পড়ুন : আনিশ খানের মৃত্যুর বিচার চেয়ে বাম বুদ্ধিজীবীদের মিছিল

পাশাপাশি আরও একাধিক ইস্যুতে রাজ্য় সরকারকে বিঁধেছেন তিনি ৷ শিশির-পুত্র বলেন, ‘‘রাজ্যের বিরোধী দলনেতার কণ্ঠরোধ করে রাখার চেষ্টা করা হচ্ছে । অপরাধ একটাই, আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি । বাংলাদেশের শেখ হাসিনা খালেদা জিয়াকে প্রচার করতে দেন । কিন্তু এখানে পিসি বিরোধীদের কণ্ঠরোধ করে রাখার চেষ্টা করেন ।’’

ABOUT THE AUTHOR

...view details