ETV Bharat / state

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে ফিরছে তাপপ্রবাহের পরিস্থিতি ! - Bengal Weather Forecast

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 7:00 AM IST

Bengal Weather Update: আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না ৷ বরং তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ৷ ফিরবে তাপপ্রবাহের পরিস্থিতি, পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে ৷

Temperature to rise in Kolkata
শহরে আপাতত অস্বস্তিকর গরম (নিজস্ব চিত্র)

কলকাতা, 16 মে: চলতি মাসের শেষদিন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা প্রবেশ করছে কেরলে ৷ সাধারণত কেরলে প্রবেশের দিন দশেকের মধ্যে বঙ্গে বর্ষা আসে ৷ এনিয়ে কোনও পূর্বাভাস নেই, বদলে ফের তাপপ্রবাহের শঙ্কার কথা শোনাল হাওয়া অফিস ৷ পারদ যে চড়বে তার পূর্বাভাসও আগেই ছিল ৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সরে গিয়েছে বৃষ্টিপাত ৷ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের কয়েকটি জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷

আগামিকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংম্পং, জলপাইগুড়ির কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হবে ৷ 18 মে শনিবার দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই ৷ উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 19 মে রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের সব ক'টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এর মধ্যে উপরের পাঁচটি জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷

20 মে সোমবার পঞ্চম দফার ভোটের দিন বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ওইদিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার অনেকটা জায়গা জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে ৷ 21 মে মঙ্গলবারও বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আমরা ফের তাপপ্রবাহ পেতে চলেছি ৷ 18 মে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে ৷ নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অস্বস্তিকর তীব্র গরম পাওয়া যাবে ৷ উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে তীব্র গরম অনুভূত হবে ৷ 18 মে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে ৷"

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ, সর্বনিম্ন 47 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

আরও পড়ুন:

  1. লক্ষ্মীবারে রাশি রাশি টাকা কাদের ভাগ্যে ? জেনে নিন
  2. ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গী পেতে চান ? আপনার অপেক্ষায় চিলাপাতা
  3. অপহরণের 24 ঘণ্টার মধ্যেই ফিরলেন 'নিখোঁজ' নির্দল প্রার্থী; তুলে নিলেন মনোনয়ন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.