ETV Bharat / state

ব্যারাকপুরের বামপ্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ কোটিপতি - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 10:08 AM IST

Debdut Ghosh Assets Declaration: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূলের পার্থ ভৌমিক ৷ বাকি দুই প্রার্থীর মতো দেবদূত সম্পত্তির নিরিখে কোটিপতি ৷

Debdut Ghosh Assets
ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ (ইটিভি ভারত)

কলকাতা, 16 মে: লড়াইয়ের ময়দানে হাইভোলটেজ কেন্দ্র উত্তর 24 পরগনার ব্যারাকপুর ৷ শিল্পাঞ্চল ঘেরা এই তালুক 'অর্জুন গড়' হিসেবেই পরিচিত ৷ সেখানে এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ৷ নজরকাড়া দুই হেভিওয়েটের মাঝে সিপিএমের প্রার্থী আরেক তারকা দেবদূত ঘোষ ৷ তিন জনের হলফনামার নিরিখে তিনজিনই কোটিপতি ৷ এদিকে অর্জুন-পার্থর বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল কেস থাকলেও দেবদূত ঘোষ সেদিকে মামলাহীন ৷ বাকি দু'জনের সঙ্গে তিনিও কোটিপতি প্রার্থী ৷

অভিনেতা প্রার্থীর দেওয়া হলফনামা:

  • দেবদূত ঘোষের হতে নগদ 5 হাজার টাকা ৷ স্ত্রী রাজশ্রীর হাতে আছে 8 হাজার টাকা ৷ এসবিআই কালিকাপুরে আছে যৌথ অ্যাকাউন্টে রয়েছে 37 হাজার 510 টাকা ৷ অ্যাক্সিস ব্যাঙ্ক শহিদ নগর শাখায় যৌথ অ্যাকাউন্টে আছে 1 লক্ষ 24 হাজার 297 টাকা ৷ ইন্ডিয়ান ব্যাঙ্কে আছে 45 হাজার টাকা ৷ স্ত্রী রাজশ্রীর একটি সিঙ্গল অ্যাকাউন্টে আছে 1 লক্ষ 49 হাজার 560 টাকা ৷ স্যালারি অ্যাকাউন্টে 31 হাজার 919 টাকা ৷ পিপিএফ অ্যাকাউন্টে 3 লক্ষ 40 হাজার টাকা ৷
  • মিউচ্যুয়াল ফান্ডে 74 হাজার 996 টাকা
  • গোল্ড বন্ডে 1 লক্ষ 76 হাজার টাকা
  • দু'জনের নামে দু'টি পিপিএফ অ্যাকাউন্টের প্রতিটিতে আছে 7 লক্ষ 97 হাজার 237 টাকা
  • দেবদূতের নামে 4টি জীবন বিমা ৷ স্ত্রী রাজশ্রীর নামে তিনটি জীবন বিমা
  • অভিনেতা প্রার্থীর একটি গাড়ি আছে ৷ যার বাজার দর 3 লক্ষ 57 হাজার 900 টাকা ৷ স্ত্রীর গাড়ির দাম 9 লক্ষ 84 হাজার 689 টাকা ৷ স্ত্রীর কাছে 45 গ্রাম সোনার গয়না আছে, যার মূল্য 3 লাখ টাকা ৷
  • দেবদূত ঘোষের নামে স্থাবর সম্পত্তি 2 কোটি 4 লক্ষ 66 হাজার 941 টাকা ৷ স্ত্রীর নামে স্থাবর সম্পত্তি 2 কোটি 93 লক্ষ 56 হাজার 924 টাকা ৷ স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আর একটি বাংলো আছে যার বর্তমান বাজার দর যথাক্রমে 8 লক্ষ 75 হাজার টাকা ও 18 লক্ষ টাকা ৷

আরও পড়ুন:

  1. যাদবপুরের সৃজন কোটিপতি ! বাড়ি থেকে এফডি সবই আছে 'সর্বহারার' নেতার
  2. বাড়ি-গাড়ি নেই, 36 লক্ষ টাকা ঋণের বোঝা ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেকের ঘাড়ে
  3. হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.