পশ্চিমবঙ্গ

west bengal

Mamata and Abhishek: তিন দিনের সফরে আজ মেঘালয়ে যাচ্ছেন মমতা ও অভিষেক

By

Published : Dec 12, 2022, 8:45 AM IST

Updated : Dec 12, 2022, 9:01 AM IST

সোমবার যখন রাজ্যের বিরোধী দলনেতা কোমর কষতে হাজরাতে দলীয় কর্মসূচিতে হাজির থাকবেন, ঠিক সেদিনই 3 দিনের সফরে মেঘালয় উড়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই মেঘালয় সফর পূর্ব ঘোষিতই ছিল। এই সফরে মমতার সঙ্গী হচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Mamata and Abhishek
আজ মেঘালয়ে যাচ্ছেন মমতা ও অভিষেক

কলকাতা, 12 ডিসেম্বর: বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন দলের সাংগঠনিক কর্মসূচি নিয়ে ডিসেম্বরেই মেঘালয় যাচ্ছেন তিনি। সেই মতো আজ দুপুরেই শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন বাংলার মুখ্যমন্ত্রী। এই সফরে মমতার সঙ্গী হচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

জাতীয় স্তরে দলের সংগঠন বিস্তারের কাজ শুরু করার পর থেকেই গোয়া, দিল্লি, মুম্বই সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী। এরপর তাঁর মেঘালয় সফরের কথা ছিল। সেই মতো আজ দুপুর দু'টোয় তাঁর উমরই বিমানবন্দরে অবতরণ করার কথা। এই সফরের একদিন আগেই দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখালে টুইটারে দাবি করেন, বিজেপি যা ইচ্ছা করুক কিন্তু মেঘালয়ে সরকার গড়বে তৃণমূলই।

এদিন পূর্বঘোষিত কোনও রাজনৈতিক কর্মসূচি না থাকলেও আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে দলের কর্মী সম্মেলন রয়েছে শিলংয়ে। মেঘালয়ের সমস্ত নেতা-কর্মীদের বার্তা দেবেন দলের দুই শীর্ষ নেতা। শিলংয়ের স্টেট জেনারেল লাইব্রেরিতে এই সভা হওয়ার কথা রয়েছে। এখন মেঘালয়ে তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী দল। তাই সভা বেশ জমজমাট করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর বিকেল চারটেয় প্রি ক্রিসমাস সেলিব্রেশনে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। 14 ডিসেম্বর বুধবার তাঁর আবার রাজ্যে ফিরে আসার কথা।

আরও পড়ুন:মোদির মোরবি সফর নিয়ে টুইট, সাতেকের বিরুদ্ধে এবার মানহানির মামলা

বড়দিনের আগে বাংলার মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকেই পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সংগঠনকে মজবুত করতে উত্তর-পূর্বের রাজ্যে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মেঘালয়েই পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয় তৃণমূলের দাবি, গারো পাহাড়ে অভিষেকের জনসভায় ব্যাপক সাড়া মিলেছে। আর তাতেই উৎসাহিত হয়ে বিধানসভা ভোটের মুখে মমতা বন্দোপাধ্যায়কে মেঘালয়ে আনতে চাইছেন সেখানকার তৃণমূল নেতা-কর্মীরা

মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত দলের পর্যবেক্ষক রাজ্যের পরিবেশমন্ত্রী মানস ভূঁইয়াও গিয়েছেন নেত্রীর সঙ্গে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সম্মেলনকে নিয়ে ইতিমধ্যেই মেঘালয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ওইদিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূলের রাজ্য সম্মেলন হবে। সেখানে মমতা, অভিষেক, মানস ছাড়াও থাকবেন মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে ও বিধানসভার দলনেতা মুকুল সাংমা।

আরও পড়ুন:গুজরাতে কংগ্রেসের ব্যর্থতায় বিকল্প মুখ হিসাবে মমতার উত্থান দেখছে তৃণমূল

পাশাপাশি এই সফরে সেই দলীয় দফতরেও যেতে পারেন মমতা। উল্লেখ্য, গতবছর নভেম্বরে কংগ্রেসের 11 জন বিধায়ক হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। তারপর থেকেই মেঘালয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল। বছর ঘুরলেই সেখানে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে মেঘালয় পা রাখছেন মমতা। এখন দেখার এই সফরকে সামনে রেখে সেখানে তৃণমূল কতটা লাভ ঘরে তুলতে পারে।

Last Updated : Dec 12, 2022, 9:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details