ETV Bharat / bharat

TMC on Gujarat Election: গুজরাতে কংগ্রেসের ব্যর্থতায় বিকল্প মুখ হিসাবে মমতার উত্থান দেখছে তৃণমূল

author img

By

Published : Dec 8, 2022, 4:26 PM IST

হিমাচলে ভালো ফল করলেও গুজরাতে কোনভাবেই দাঁত ফোটাতে পারল না কংগ্রেস । সোনিয়া-রাহুলদের ব্যর্থতায় দেশে বিজেপির বিকল্প মুখ হিসাবে দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান দেখছে তৃণমূল (TMC claims Mamata as Face of Opponent ) ।

Etv Bharat
Mamata as Face of Opponent in India

কলকাতা, 8 ডিসেম্বর: কোনও প্রভাবই ফেলতে পারেনি ভারত জোড়ো যাত্রা ৷ গুজরাতে দাঁড়াতেই পারল না কংগ্রেস (Failure of Congress in Gujarat)। মোদি রাজ্যে সোনিয়া-রাহুলদের ব্যর্থতায় বিজেপির বিকল্প মুখ হিসাবে দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান দেখছে তৃণমূল কংগ্রেস। যেভাবে গুজরাতে কংগ্রেসের ভরাডুবি হয়েছে, তাতে দেশের প্রধান বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বড় ধাক্কা খেয়েছে। এমনটাই মনে করছে এরাজ্যের শাসক দল (TMC claims Mamata as Face of Opponents) ।

ইতিমধ্যেই তৃণমূল শিবির থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের আত্মসমীক্ষা করা প্রয়োজন । 2024 লোকসভা ভোটের আগে ময়দান তৈরি করতে গুজরাত ভোটে 'হাত'যশ দেখার অপেক্ষাতেই ছিল বিরোধীরা । দলিত সমস্যা, বিলকিস বানো ঘটনার সাম্প্রতিক রায়ের মতো ইস্যুগুলিকে সামনে রেখে কোমর বেঁধে নেমেছিল কংগ্রেস। কিন্তু সেসব কিছুই কাজে লাগাতে পারল না শতাব্দীপ্রাচীন দল ।

হিমাচলে ভালো ফল করলেও গুজরাতে কোনভাবেই দাঁত ফোটাতে পারল না কংগ্রেস । এদিন গুজরাত নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "কংগ্রেসের আত্মসমালোচনার প্রয়োজন। হিমাচল প্রদেশে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা দিয়েছে কেন সেটা গুজরাতে দেওয়া গেল না । কংগ্রেস ভারত জোড়ো যাত্রা করছে কিন্তু গুজরাতকে জুড়তে পারছে না। গুজরাতে তো মূল লড়াই ছিল বিজেপি বনাম কংগ্রেস। সেখানে খুব ভালো ফল করে দেখানোর জায়গা ছিল। ফাঁকা মাঠে দেখানোর সুযোগ ছিল কীভাবে নরেন্দ্র মোদির রাজ্যে জয়ের রথ এগিয়ে নিয়ে যাওয়া যায়। যারা গুজরাতে ব্যর্থ হলেন তারা কীভাবে একক শক্তিতে দিল্লি সামলাতে পারবেন! আর সে কারণেই আমরা বলছি কংগ্রেসের আত্মসমালোচনা বিশেষভাবে জরুরি।"

আরও পড়ুন: 'বিজেপির সামনে কেউ দাঁড়াতে পারবে না', গুজরাত প্রসঙ্গে দাবি রাজনাথের

কুণাল আরও বলেন, "কংগ্রেসের এই ব্যর্থতার কারণে অ-বিজেপি ধর্মনিরপেক্ষ বিকল্পের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আবার প্রমাণিত হল । নরেন্দ্র মোদির বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, দু'বারের রেলমন্ত্রী, তিন'বারের মুখ্যমন্ত্রী । তিনি দেশের উন্নয়নের মডেল ।

Mamata as Face of Opponent in India
বিকল্প মুখ হিসাবে মমতার উত্থান দেখছে তৃণমূল

আরও পড়ুন: গুজরাতে ক্ষমতায় বিজেপি ! কবে শপথ নিতে পারেন ভূপেন্দ্র প্যাটেল ?

যদিও এই বক্তব্যের পর কুনাল ঘোষকে পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও । কংগ্রেসের নেতা কৌস্তব বাগচী বলেন, "গুজরাত এবং হিমাচল দুই রাজ্যের নির্বাচনে কোথাও তৃণমূল কংগ্রেস ছিল বলে মনে হয় না । এক্ষেত্রে তৃণমূলের রাজ্য সম্পাদকের বক্তব্য শুনে বলতে হয়, বেগানা শাদিমে আব্দুল্লাহ দিওয়ানা । গোটা দেশে মতাদর্শের লড়াইয়ে বিজেপিকে টক্কর দেওয়ার মত শক্তি যদি কেউ থাকে সেটা কংগ্রেসই । তবে এটাও বলব গুজরাতে হয়ত আমাদের ত্রুটিবিচ্যুতি, ছিল তাই আমরা হেরেছি । তবে হিমাচলে আমরা জিতেছি । এটা তো থাকবেই । কিন্তু বিজেপি জিতলে তৃণমূলের আনন্দের কারণ কী সেটাই তো বোঝা যাচ্ছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.