পশ্চিমবঙ্গ

west bengal

1 ফেব্রুয়ারির মধ্যে খুলবে জট, ব্রাত্যর সঙ্গে বৈঠকের পর আশাবাদী চাকরিপ্রার্থীরা

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 3:47 PM IST

Updated : Dec 22, 2023, 4:55 PM IST

Bratya Basu sat in a meeting with job seekers: নবম থেকে দ্বাদশ শ্রেণি চাকরিপ্রার্থীদের হাজার দিন উপলক্ষে গান্ধি মূর্তির পাদদেশে তাদের ধর্না মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে বসেই তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীকে ফোন করেছিলেন। তারপর গত 11 ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের একটি বৈঠক হয়। সেই বৈঠকেও ছিলেন কুণাল ঘোষ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 22 ডিসেম্বর: চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও । বৈঠকে আগামী 1 ফেরুয়ারির মধ্যে জট খোলার আশ্বাস । বৈঠকে আশাবাদী চাকরিপ্রার্থীরা । শুক্রবার চাকরিপ্রার্থীদের সাত সদস্যের প্রতিনিধি দল আসে বিকাশ ভবনে। এদের মধ্যে রয়েছেন অভিষেক সেন, শহিদুল্লাহ, রাসমণি পাত্র, মতিউর রহমান, পলাশ মণ্ডল, সংগীতা নাগ ও মিঠুন বিশ্বাস। গত 10 দিনে কী হল তা জানতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের হাজার দিন উপলক্ষে গান্ধি মূর্তির পাদদেশে তাদের ধর্না মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে বসেই তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীকে ফোন করেছিলেন। তারপর গত 11 ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের একটি বৈঠক হয়। সেই বৈঠকেও ছিলেন কুণাল ঘোষ। বৈঠক শেষে চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন আশার আলো দেখছেন তারা।

প্রসঙ্গত, আগের দিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন লোকসভা ভোটের আগেই নিয়োগ হবে। তিনি জানান, "ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে আমরা কিছু করতে পারব না। তবে আমার মনে হয় ভোট পর্যন্ত বিষয়টা গড়াবে না। এর সঙ্গে নির্বাচন, রাজনৈতিক দল সব জড়িয়ে আছে আমিও মানছি। কিন্তু ভোটের নিরিখে এটা আমরা দেখছি না।" তবে আজকের বৈঠকের পর কি হয় তাই দেখার। আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে জট কাটার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী এমনটাই জানা গিয়েছে। চাকরিপ্রার্থীদের মতে, যেভাবে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে তাতে তারা আশাবাদী। তাঁদের কথায়, "1 ফেব্রুয়ারির আগেই আমরা একটা জায়গায় পৌঁছাবো। তবে এখনও চলবে ধর্না। দরকারে আবারও বৈঠক হতে পারে।" এদ্ন বৈঠকে ছিলেন, এসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায় ৷

আরও পড়ুন

  1. বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব, এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
  2. মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
  3. পিসি সরকার জুনিয়রকে তলব ইডির, সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদুসম্রাটের
Last Updated :Dec 22, 2023, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details