পশ্চিমবঙ্গ

west bengal

Pakistan PM Imran Khan : 'আম্পায়ার'-এর সিদ্ধান্তে নট আউট ইমরান, ভোটাভুটির আগেই সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ

By

Published : Apr 3, 2022, 1:14 PM IST

Updated : Apr 3, 2022, 3:00 PM IST

পাকিস্তানের মসনদে আপাতত টিকে গেলেন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইস্তফা দিতে হল না ৷ তার আগেই অনাস্থা বাতিল হয়ে গেল (Pakistan PM Imran Khan) ৷

Pakistan PM Imran Khan
প্রধানমন্ত্রী ইমরান খান

ইসলামাবাদ, 3 এপ্রিল : নিশ্চিত আউট ছিলেন ৷ বিরোধীদের আনা অনাস্থায় ভোটাভুটি হলে পরাজয় প্রায় নিশ্চিতই ছিল ৷ কিন্তু এ যাত্রায় 'আম্পায়ার' ডেপুটি স্পিকারের সিদ্ধান্তে নট আউট ইমরান ৷ এদিন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ডেপুটি স্পিকার কোয়াসিম খান সুরি (Qasim Khan Suri) বিরোধীদের অনাস্থা প্রস্তাবই খারিজ করে দিলেন ৷ ঘোষণা করলেন এটা অসাংবিধানিক ৷ এর সঙ্গে সঙ্গে অধিবেশন স্থগিতও করে দেন (Pakistan National Assembly Deputy Speaker rejects the no-confidence motion against PM Imran Khan, declares it unconstitutional) ৷ যা নিয়ে উত্তাল ওয়াঘার ওপার ৷

ইমরান জানান, তিন মাসের মধ্যে পাকিস্তানে নির্বাচন ৷ অন্যদিকে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে গঠিত ঐক্যবদ্ধ বিরোধী শিবির ৷ এর মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশ মেনে অ্যাসেম্বলি ভেঙে দিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি (Pakistan President Arif Alvi) ৷

ডেপুটি স্পিকারের সিদ্ধান্তে স্বভাবতই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেন, "স্পিকারের এই সিদ্ধান্তে আমি প্রত্যেক পাকিস্তানবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি ৷ অনাস্থা ভোট আমাদের বিরুদ্ধে অন্য দেশের ষড়যন্ত্র ৷ কে তাকে শাসন করবে, তা পাকিস্তানই ঠিক করবে ৷" তিনি প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা জানিয়ে লিখেছিলেন ৷ তাঁর মতে দেশে গণতান্ত্রিক মাধ্য়মে নির্বাচন হওয়া উচিত ৷ পাকিস্তানবাসীকে ইমরান বলেন, "আমি দেশবাসীকে ভোটের জন্য তৈরি থাকার বার্তা দিচ্ছি ৷"

আরও পড়ুন : Imran Khan : 'ক্যাপ্টেনের ঝুলিতে একাধিক পরিকল্পনা থাকে', অনাস্থা ভোটের চ্যালেঞ্জের সামনে আত্মবিশ্বাসী ইমরান

এদিকে বিরোধী পক্ষের পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান তথা বিরোধীদের পক্ষের অন্যতম প্রধান বিলওয়াল ভুট্টো জ়ারদারি টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, "সংবিধান লঙ্ঘন করেছে সরকার ৷ অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি করতে দেওয়াই হয়নি ৷ ঐক্যবদ্ধ বিরোধীপক্ষ সংসদ ছেড়ে যাবে না ৷ আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছে ৷ পাকিস্তানের সংবিধান রক্ষার্থে, সমর্থন জানাতে, তুল ধরতে এবং সংবিধানকে প্রয়োগ করতে আমরা সব প্রতিষ্ঠানকে ডাক দিচ্ছি ৷"

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট 342 জন সদস্যের আসন রয়েছে ৷ সরকার গড়তে হলে শাসকদলের কাছে কমপক্ষে 172টি আসন থাকতে হবে ৷ এ সপ্তাহের প্রথম দিকে পিটিআই সরকারের জোটসঙ্গী এমকিউএম-পি ইমরানকে ছেড়ে বিলওয়াল ভুট্টো জ়ারদারির নেতৃত্বে গঠিত বিরোধী পক্ষে যোগ দিয়েছে ৷ ইমরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীদের দাবি ছিল, ন্যাশনাল অ্যাসেম্বলির 175 জন তাদের সঙ্গে আছেন ৷ অনাস্থা ভোটাভুটি হলে ইমরানের গদি উল্টে যেতে পারত ৷ আজ ন্যাশনাল অ্যাসেম্বলি শুরুর আগেই বিরোধী শিবির ন্যাশনাল অ্যাসেম্বলির অধ্যক্ষ আসাদ কাইজ়ারের (Asad Qaiser) অপসারণ চেয়ে প্রস্তাব পেশ করে ৷ তাতে 100-রও বেশি সংখ্যক বিরোধী দলনেতা ভোট দিয়েছিলেন ৷ কিন্তু শেষমেশ ইমরান চেকমেট করলেন ৷

আরও পড়ুন : Motion for Pakistan Speaker Removal : সংসদ রক্ষায় বিরোধীদের চাল, পাকিস্তানে স্পিকারের অপসারণ চেয়ে প্রস্তাব

Last Updated : Apr 3, 2022, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details