ETV Bharat / international

কুয়েতের আগুনে মৃত ভারতীয়দের ডিএনএ পরীক্ষা, দেহ ফিরবে বায়ুসেনার বিমানে - Kuwait Fire

Kuwait Fire: কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ভারতীয়দের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে ৷ মৃতদেহগুলি ফেরাতে প্রস্তুত রয়েছে বায়ুসেনার বিমান ৷ অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 12:58 PM IST

Updated : Jun 13, 2024, 1:09 PM IST

ETV BHARAT
কুয়েতের আগুনে মৃত ভারতীয়দের দেহ ফিরবে বায়ুসেনার বিমানে (ছবি: পিটিআই)

কুয়েত সিটি/নয়া দিল্লি: কুয়েতের আল-মাঙ্গাফ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত 49 জনের মধ্যে 42 জনই ভারতীয় ৷ বাকিরা পাকিস্তান, ফিলিপিন্স, ইজিপ্ট ও নেপালের নাগরিক । এখনও পর্যন্ত যা খবর, মৃত ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি কেরলের বাসিন্দা ৷ মৃতদেহগুলি ডিএনএ পরীক্ষা করে শনাক্ত করা হচ্ছে ৷ দেহগুলি দেশে ফিরিয়ে আনার জন্য তৈরি রয়েছে বায়ুসেনার বিমান ৷ এ দিকে, এতবড় অগ্নিকাণ্ডের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত ৷

সূত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহত কেরলের অন্তত 14 জনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ ৷ আহত 50 জনেরও বেশি মানুষের মধ্যে প্রায় 30 জন কেরলের ৷ কেরল সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, সে রাজ্যে মৃতদের পরিবারপিছু 5 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ এদিন সকালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সরকারের প্রাপ্ত তথ্য অনুসারে, কেরলের 19 জন এই ঘটনায় মারা গিয়েছেন ৷ আর আহতদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেরলের মন্ত্রিসভা ৷

এ দিকে, তামিলনাড়ুর মন্ত্রী জিঞ্জি কে এস মাস্তান বৃহস্পতিবার জানিয়েছেন যে, কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের মধ্যে পাঁচজন তামিল ৷ বিদেশে অবস্থিত তামিল সমিতিগুলির দ্বারা এখনও পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছে তার ভিত্তিতে এ কথা জানান তিনি ৷

বর্তমানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহতদের দেহের ডিএনএ পরীক্ষা করা চলছে ৷ দেহ শনাক্ত হওয়ার পর ভারতীয়দের মৃতদেহ ফিরিয়ে আনতে বায়ুসেনার একটি বিমানকে প্রস্তুত রাখা হয়েছে ৷ অগ্নিকাণ্ডে আহত ভারতীয়দের সহায়তার তদারকি করতে এবং নিহতদের মৃতদেহ দ্রুত ফিরিয়ে আনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কুয়েতে গিয়েছে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং ৷

বুধবার কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ভারতীয় নাগরিকদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিদেশমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে ৷ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন । হতাহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

কুয়েতের দমকল বিভাগের তদন্তকারী আধিকারিকদের প্রধান কর্নেল সাঈদ আল-মুসাভি বলেন যে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে গিয়ে অনুসন্ধানকারী দল দেখতে পেয়েছে যে, অ্যাপার্টমেন্ট এবং কক্ষগুলির মধ্যে পার্টিশন হিসাবে একটি দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল ৷ যার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ আর এই ধোঁয়া়র কারণেই সিঁড়ি দিয়ে নেমে বাঁচার চেষ্টা করলেও দমবন্ধ হয়ে অনেকে মারা যান ৷ ডেপুটি প্রিমিয়ার তথা প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ ভবনটির কুয়েতি বাড়িওয়ালা এবং ভবনের মিশরীয় গার্ডকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ৷

কুয়েত সিটি/নয়া দিল্লি: কুয়েতের আল-মাঙ্গাফ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত 49 জনের মধ্যে 42 জনই ভারতীয় ৷ বাকিরা পাকিস্তান, ফিলিপিন্স, ইজিপ্ট ও নেপালের নাগরিক । এখনও পর্যন্ত যা খবর, মৃত ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি কেরলের বাসিন্দা ৷ মৃতদেহগুলি ডিএনএ পরীক্ষা করে শনাক্ত করা হচ্ছে ৷ দেহগুলি দেশে ফিরিয়ে আনার জন্য তৈরি রয়েছে বায়ুসেনার বিমান ৷ এ দিকে, এতবড় অগ্নিকাণ্ডের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত ৷

সূত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহত কেরলের অন্তত 14 জনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ ৷ আহত 50 জনেরও বেশি মানুষের মধ্যে প্রায় 30 জন কেরলের ৷ কেরল সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, সে রাজ্যে মৃতদের পরিবারপিছু 5 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ এদিন সকালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সরকারের প্রাপ্ত তথ্য অনুসারে, কেরলের 19 জন এই ঘটনায় মারা গিয়েছেন ৷ আর আহতদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেরলের মন্ত্রিসভা ৷

এ দিকে, তামিলনাড়ুর মন্ত্রী জিঞ্জি কে এস মাস্তান বৃহস্পতিবার জানিয়েছেন যে, কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের মধ্যে পাঁচজন তামিল ৷ বিদেশে অবস্থিত তামিল সমিতিগুলির দ্বারা এখনও পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছে তার ভিত্তিতে এ কথা জানান তিনি ৷

বর্তমানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহতদের দেহের ডিএনএ পরীক্ষা করা চলছে ৷ দেহ শনাক্ত হওয়ার পর ভারতীয়দের মৃতদেহ ফিরিয়ে আনতে বায়ুসেনার একটি বিমানকে প্রস্তুত রাখা হয়েছে ৷ অগ্নিকাণ্ডে আহত ভারতীয়দের সহায়তার তদারকি করতে এবং নিহতদের মৃতদেহ দ্রুত ফিরিয়ে আনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কুয়েতে গিয়েছে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং ৷

বুধবার কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ভারতীয় নাগরিকদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিদেশমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে ৷ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন । হতাহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

কুয়েতের দমকল বিভাগের তদন্তকারী আধিকারিকদের প্রধান কর্নেল সাঈদ আল-মুসাভি বলেন যে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে গিয়ে অনুসন্ধানকারী দল দেখতে পেয়েছে যে, অ্যাপার্টমেন্ট এবং কক্ষগুলির মধ্যে পার্টিশন হিসাবে একটি দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল ৷ যার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ আর এই ধোঁয়া়র কারণেই সিঁড়ি দিয়ে নেমে বাঁচার চেষ্টা করলেও দমবন্ধ হয়ে অনেকে মারা যান ৷ ডেপুটি প্রিমিয়ার তথা প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ ভবনটির কুয়েতি বাড়িওয়ালা এবং ভবনের মিশরীয় গার্ডকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ৷

Last Updated : Jun 13, 2024, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.