পশ্চিমবঙ্গ

west bengal

Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন

By

Published : Sep 8, 2021, 8:13 AM IST

তালিবানের সঙ্গে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন
তালিবানের সঙ্গে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ড জো বাইডেন জানালেন, তিনি নিশ্চিত যে চিন তালিবানের সঙ্গে একটি ব্যবস্থায় আসবে ৷ পাকিস্তান, রাশিয়া, ইরানের মতো চিনের সঙ্গেও তালিবানের সমস্যা রয়েছে ৷ তারা সবাই কী করণীয় তা খুঁজে বের করার চেষ্টা করছে ৷

ওয়াশিংটন ডিসি, 8 সেপ্টেম্বর : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) নিশ্চিত যে চিন তালিবানের (Taliban) সঙ্গে একটি ব্যবস্থায় আসবে ৷

মার্কিন আইনে অনুমোদিত তালিবান ৷ চিন তাদের পৃষ্ঠপোষকতা করবে কিনা- এই প্রশ্নের উত্তরে মঙ্গলবার ওয়াশিংটনে বাইডেন সাংবাদিকদের বলেন, "তালিবানের সঙ্গে পাকিস্তান, রাশিয়া, ইরানের মতোই চিনেরও সমস্যা রয়েছে ৷ তাই আমি নিশ্চিত তারা তালিবানের সঙ্গে কিছু ব্যবস্থা করার চেষ্টা করতে যাচ্ছে ৷ পাকিস্তান, রাশিয়া, ইরানও কী করবে তা তারা খুঁজে বের করার চেষ্টা করছে ৷"

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাত সহযোগী গোষ্ঠী তালিবানের প্রতি তাদের প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়েছে ৷ পাশাপাশি ওয়াশিংটন আফগানিস্তানের সাড়ে 9 বিলিয়ন অর্থ আগামী এপ্রিল পর্যন্ত তালিবানের হাতে যাতে না পৌঁছয় তার ব্যবস্থা করেছে ৷ সেই অর্থের বেশিরভাগই নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের কাছে রয়েছে ৷ এই পদক্ষেপ করা হয়েছে যাতে তালিবান মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন-সহ যে প্রতিশ্রুতি দিয়েছে, তা তারা মেনে চলে ৷ করা । তবে বিশেষজ্ঞদের মতে, তালিবান চিন, রাশিয়া বা অন্যান্য দেশের থেকে অর্থ সাহায্য পেয়ে গেলে এর কোনও মানে থাকবে না ৷

আফগানিস্তানের পতনে কয়েক সপ্তাহ আগেই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi) আফগান তালিবান রাজনৈতিক নেতা মুল্লা আবদুল গনি বরাদরের (Abdul Ghani Baradar) সঙ্গে বৈঠক করেন ৷ তালিবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির কথাও বলেন ৷

পাশাপাশি ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে তালিবানের জন্য সুপারিশ করা শুরু করেছে চিন ৷ 29 অগস্টেই ওয়াং ই মার্কিন বিদেশমন্ত্রী ব্লিনকেনের (Antony Blinken) সঙ্গে ফোনে কথা বলেন ৷ আন্তর্জাতিক স্তর থেকে তালিবানের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের 'ইতিবাচক দিক নির্দেশনা' দেওয়া উচিত বলে জানান ৷

পাশাপাশি চিনের বেশ কিছু কোম্পানি ইতিমধ্যেই আফগানিস্তানে তৈলখনিতে ড্রিল করার স্বত্ব আদায় করে ফেলেছে ৷ তাছাড়া আফগানিস্তান এমন কিছু খনিজ সম্পদে সমৃদ্ধ যেগুলি স্মার্টফোন, ট্যাবলেট, এলইডি স্ক্রিন তৈরির জন্য জরুরি ৷

আরও পড়ুন : Taliban Government : আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা তালিবানের, প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

ABOUT THE AUTHOR

...view details