পশ্চিমবঙ্গ

west bengal

Crack On Bagdogra Runway: বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের ফাটল, বন্ধ বিমান পরিষেবা

By

Published : Mar 22, 2022, 3:48 PM IST

Updated : Mar 22, 2022, 6:07 PM IST

বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের ফাটল (Bagdogra Airport Runway Crack) ৷ বন্ধ রইল বিমান পরিষেবা। চূড়ান্ত হয়রানির শিকার হলেন যাত্রীরা।

crack on runway at bagdogra airport
বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল

শিলিগুড়ি, 22 মার্চ: মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের একবার ফাটল ধরা পড়ল (Bagdogra airport runway Crack)। ফাটল দেখতে পান বিমানবন্দরের ফিল্ড অফিসাররা। তাঁরা পর্যবেক্ষণে গেলে রানওয়েতে চারটি ফাটল ধরা পড়ে। খবর পেয়ে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। সকাল থেকে মাত্র একটি বিমান অবতরণ করে। তারপর দিল্লির একটি বিমান গুয়াহাটিতে ঘুরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সমস্ত বিমান কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়। ফাটল ধরা পড়ায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। যার ফলে বিমানবন্দরের বাইরে যাত্রীদের ভিড় লেগে যায় ৷ এদিন মোট 21টি বিমান পরিষেবা বাতিল করা হয়। বিকেল সাড়ে চারটের আগে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর শুভ্রমণি পি। রানওয়ে মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন :Runway Damage in Bagdogra : বাগডোগরায় রানওয়েতে ফাটল, বন্ধ বিমান পরিষেবা

যাত্রী দীপক বর্মা বলেন, "রানওয়েতে ফাটলের কারণে পরিষেবা বন্ধ রেখেছে। কতক্ষণ বন্ধ থাকবে এখনও জানতে পারছি না। না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আমার বোন হায়দরাবাদ থেকে আসছে। তাঁর বিমান কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়েছে।"

প্রসঙ্গত, 15 মার্চ মঙ্গলবার একইভাবে রানওয়েতে ফাটল ধরা পড়ায় বিমান পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেদিন মোট 11টি বিমান বাতিল করা হয়েছিল। রানওয়ে মেরামত করে সেই পরিষেবা শুরু হয় বিকেল পাঁচটার সময়। এদিন ফের ফাটল ধরা পড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে, 11 এপ্রিল থেকে 25 এপ্রিল রানওয়ে মেরামতের জন্য বন্ধ রাখার কথা বাগডোগরা বিমানবন্দর। মূলত, রানওয়ের উপর তৃতীয় অংশের কাজের জন্য ওই কদিন পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। কিন্তু তার আগেই এই বিপত্তি। যার ফলে চূড়ান্ত হয়রানির শিকার হলেন যাত্রীরা।

Last Updated : Mar 22, 2022, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details