ETV Bharat / state

রেলের কাজের জন্য বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ভোগান্তি এড়াতে দেখুন তালিকা - Train Cancellation

Express Trains Cancelled: রেলের কাজের জন্য ফের বাতিল থাকছে একাধিক দূরপাল্লার ট্রেন ৷ তালিকায় নেই তো আপনার বুকিং করা ট্রেন ৷ সফর করার আগে একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল এবং কোনগুলির সময় পরিবর্তন হল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 2:07 PM IST

Train Cancellation
বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন (নিজস্ব ছবি)

কলকাতা, 15 জুন: ফের ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ ৷ জুন ও জুলাই মাসে একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল ৷ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ভোপাল ডিভিশনে রেলের কাজ হবে । তার জন্য দক্ষিণ পূর্ব রেলের তরফে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি একাধিক ট্রেনের সময়সূচিও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷

যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার তালিকা এক নজরে:

  • 20971 উদয়পুর সিটি-শালিমার এক্সপ্রেস আগামী 29 জুন বাতিল থাকবে ।
  • 20972 শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস আগামী 30 জুন বাতিল থাকবে ।
  • 18009 সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস আগামী 21 ও 28 জুন বাতিল থাকবে।
  • 18010 আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 23 ও 30 জুন বাতিল থাকবে ।
  • 22830 শালিমার-ভূজ এক্সপ্রেস আগামী 29 জুন ও 6 জুলাই বাতিল থাকবে ।
  • 22829 ভূজ-শালিমার এক্সপ্রেস আগামী 2 ও 9 জুলাই বাতিল থাকবে ।
  • 22169 রানি কমলাপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 3 ও 10 জুলাই বাতিল থাকবে ।
  • 22170 সাঁতরাগাছি-রানি কমলাপতি এক্সপ্রেস আগামী 4 ও 11 জুলাই বাতিল থাকবে ।

অন্যদিকে রাঁচি ডিভিশনে রেলের কাজ হবে ৷ এর জন্য বেশ কিছু ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে । সেই তালিকা এক নজরে ৷

যেই ট্রেনগুলোর যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে তার তালিকা:

  • 13503 বর্ধমান-হাতিয়া মেমুর 17 জুন, 20 জুন ও 22 জুন সংক্ষিপ্ত যাত্রা শেষ হবে বকারও স্টিল সিটিতে ৷ আবার ওই স্টেশন থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু হবে ।
  • 18601 টাটানগর-হাতিয়া এক্সপ্রেসের 17 জুন, 20 জুন ও 22 জুন পুরুলিয়ায় সংক্ষিপ্ত যাত্রা শেষ হবে এবং ওই স্টেশন থেকেই ফের যাত্রা শুরু হবে ।
  • 18035 খড়গপুর-হাতিয়া এক্সপ্রেসের 17 জুন, 20 জুন ও 22 জুন আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ হবে এবং ওই স্টেশন থেকেই আবারও যাত্রা শুরু হবে ।

যে ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে:

  • 12874 আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেসের 19 জুন এবং 21 জুন যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ।

সাময়িক বাতিল থাকছে দুই বাংলার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পরিষেবা

কলকাতা, 15 জুন: ফের ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ ৷ জুন ও জুলাই মাসে একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল ৷ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ভোপাল ডিভিশনে রেলের কাজ হবে । তার জন্য দক্ষিণ পূর্ব রেলের তরফে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি একাধিক ট্রেনের সময়সূচিও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷

যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার তালিকা এক নজরে:

  • 20971 উদয়পুর সিটি-শালিমার এক্সপ্রেস আগামী 29 জুন বাতিল থাকবে ।
  • 20972 শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস আগামী 30 জুন বাতিল থাকবে ।
  • 18009 সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস আগামী 21 ও 28 জুন বাতিল থাকবে।
  • 18010 আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 23 ও 30 জুন বাতিল থাকবে ।
  • 22830 শালিমার-ভূজ এক্সপ্রেস আগামী 29 জুন ও 6 জুলাই বাতিল থাকবে ।
  • 22829 ভূজ-শালিমার এক্সপ্রেস আগামী 2 ও 9 জুলাই বাতিল থাকবে ।
  • 22169 রানি কমলাপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 3 ও 10 জুলাই বাতিল থাকবে ।
  • 22170 সাঁতরাগাছি-রানি কমলাপতি এক্সপ্রেস আগামী 4 ও 11 জুলাই বাতিল থাকবে ।

অন্যদিকে রাঁচি ডিভিশনে রেলের কাজ হবে ৷ এর জন্য বেশ কিছু ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে । সেই তালিকা এক নজরে ৷

যেই ট্রেনগুলোর যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে তার তালিকা:

  • 13503 বর্ধমান-হাতিয়া মেমুর 17 জুন, 20 জুন ও 22 জুন সংক্ষিপ্ত যাত্রা শেষ হবে বকারও স্টিল সিটিতে ৷ আবার ওই স্টেশন থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু হবে ।
  • 18601 টাটানগর-হাতিয়া এক্সপ্রেসের 17 জুন, 20 জুন ও 22 জুন পুরুলিয়ায় সংক্ষিপ্ত যাত্রা শেষ হবে এবং ওই স্টেশন থেকেই ফের যাত্রা শুরু হবে ।
  • 18035 খড়গপুর-হাতিয়া এক্সপ্রেসের 17 জুন, 20 জুন ও 22 জুন আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ হবে এবং ওই স্টেশন থেকেই আবারও যাত্রা শুরু হবে ।

যে ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে:

  • 12874 আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেসের 19 জুন এবং 21 জুন যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ।

সাময়িক বাতিল থাকছে দুই বাংলার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.