পশ্চিমবঙ্গ

west bengal

FIR against CBI officer: কয়লা পাচার কাণ্ডের সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা রাজ্য পুলিশের

By

Published : Jun 21, 2022, 10:57 AM IST

West Bengal police files FIR against investigation CBI officer of Coal smuggling case

কয়লা পাচার কাণ্ডের অন্যতম তদন্তকারী সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল রাজ্য পুলিশ (FIR against CBI officer)৷ তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশের একটি বিশেষ দল (Coal smuggling case)।

কলকাতা, 21 জুন: কয়লা কাণ্ডে এ বার প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিষ্ণুপুর থানার পুলিশ (FIR against CBI officer)। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশের একটি বিশেষ দল (Coal smuggling case)।

জানা গিয়েছে, তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ একাধিক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য পুলিশ । নিজাম প্যালেস সূত্রে খবর, কিছুদিন আগে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই-এর একটি বিশেষ দল তাঁর বাড়িতে হাজির হন । সেই বিশেষ দলের অন্যতম আধিকারিক ছিলেন এই উমেশ কুমার ।

চাপ দিয়ে একাধিক ব্যক্তিকে বয়ান রেকর্ড করানোর অভিযোগ এনেছে রাজ্য পুলিশ । রাজ্য পুলিশ সূত্রে খবর, কয়লা কাণ্ডে অন্যতম তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের সঙ্গে প্রয়োজন পড়লে কথা বলবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

আরও পড়ুন:Cattle smuggling case: গরু পাচারের তদন্তে বীরভূম ও আসানসোলে রওনা দিল সিবিআই

সম্প্রতি ডায়মন্ড হারবার থানার এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগে বলা হয়, সিবিআই আধিকারিকরা কয়লা পাচার কাণ্ডে একাধিক ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করা, ভীতি প্রদর্শন করা-সহ নানা প্রকারে জোর করে তাঁদের বয়ান রেকর্ড করাচ্ছেন । সেই অভিযোগের ভিত্তিতেই এ বার কয়লা পাচার কাণ্ডে সিবিআই-এর মূল আধিকারিক-সহ একাধিক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য পুলিশ (West Bengal police files FIR against investigation CBI officer)।

ABOUT THE AUTHOR

...view details