পশ্চিমবঙ্গ

west bengal

TMC Joining: তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বিষ পান করা শিক্ষিকারা

By

Published : Nov 19, 2021, 6:04 PM IST

Teachers who drink poison at Bikash Bhaban are joining to TMC
তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বিষ পান করা শিক্ষিকারা ()

তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বদলির প্রতিবাদে বিষ পান করা শিক্ষিকারা ৷ আগামী 21 নভেম্বর তাঁরা ডায়মন্ডহারবারে তৃণমূলের একটি সভা থেকে তৃণমূলে যোগ দেবেন ৷ মূলত শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চের ওই শিক্ষিকাদের সঙ্গে সংগঠনের সব শিক্ষক-শিক্ষিকারাই তৃণমূলে যোগ দিচ্ছেন ৷

কলকাতা, 19 নভেম্বর : বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ পান করে শিরোনামে এসেছিলেন ৷ এবার সেই শিক্ষিকারাই যোগ দিচ্ছেন তৃণমূলে ৷ এখনও পর্যন্ত যা খবর, বিকাশ ভবনের সামনে বিষ পান করা ওই শিক্ষিকারা আগামী 21 নভেম্বর, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে রবীন্দ্র ভবনে তৃণমূলের সভা থেকে ঘাসফুল শিবিরে যোগ দেবেন ৷ ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর বহু সদস্য ওই দিন তৃণমূলে যোগ দিচ্ছেন ৷ তাঁদের সেই যোগদানের মঞ্চে উপস্থিত থাকবেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

গত 24 অগস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন 5 শিক্ষিকা ৷ তাঁরা হলেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ চিকিৎসার পর এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ যে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বিষ পান করেছিলেন, এবার সেই দলেই যোগ দিচ্ছেন তাঁরা ৷ সবচেয়ে বড় কথা, এতদিন পর্যন্ত ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ নামে যে সংগঠন সরকার বিরোধী আন্দোলন করছিল ৷ এর পর আগামী দিনে তার কোনও অস্তিত্বই আর থাকবে না ৷

আরও পড়ুন : Udayan Guha: তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ

মোট 13টি শিক্ষক সংগঠনকে একছাতার তলায় এনে গড়ে তোলা হয়েছিল ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ ৷ সংগঠনের রাজ্য সম্পাদক মইদুলের দাবি, গোটা রাজ্যে এক লক্ষেরও বেশি সদস্য-সমর্থক রয়েছেন তাঁদের ৷ আগামী রবিবার সকলেই তৃণমূলে যোগ দেবেন ৷ প্রতীকী হিসেবে প্রতি জেলা থেকে 10 জন করে শিক্ষক যোগদান মঞ্চের অনুষ্ঠানে হাজির থাকবেন ৷ এতদিন শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে এসেছে ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ ৷ বদলির প্রতিবাদে এর আগে নবান্নের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সংগঠনের সদস্যরা ৷

আরও পড়ুন : Farm Law: জমা পড়া কৃষি আইনের রিপোর্ট প্রকাশের দাবি সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেল সদস্যের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি কিংবা বিধানসভার সামনেও একই দাবিতে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁদের ৷ এমনকি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদি গঙ্গায় নেমেও প্রতিবাদে সামিল হয়ে গ্রেফতার হয়ছিলেন সংগঠনের সদস্যরা ৷ আর সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছিল গত 24 অগস্ট ৷ ওই ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর মহিলা সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছিলেন সল্টলেকের বিকাশ ভবনের সামনে ৷ পুলিশ বাধা দিতে এলে তাঁরা বিষ খান ৷ যারপর বিভিন্ন সময়ে বিরোধী নেতাদের তাঁদের সমর্থনে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ৷ কিন্তু, রাজ্যে পুরভোটের আগে গোটা সংগঠনই তৃণমূলের ছাতার তলায় চলে আসছে ৷ যাকে শাসকদলের বড় সাফল্য হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ৷

ABOUT THE AUTHOR

...view details