Farm Law: জমা পড়া কৃষি আইনের রিপোর্ট প্রকাশের দাবি সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেল সদস্যের

author img

By

Published : Nov 19, 2021, 2:36 PM IST

will-release-sc-appointed-panels-report-on-farm-laws-if-apex-court-doesnt-do-so-says-panel-member-anil-ghanwat

কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেলের রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে ৷ আজ কেন্দ্রের তরফে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত হতেই সেই রিপোর্ট জনসমক্ষে আনার পক্ষে সওয়াল করলেন প্যানেলের অন্যতম সদস্য কৃষক নেতা অনীল জে ঘানওয়াত ৷

নয়াদিল্লি, 19 নভেম্বর : কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের পর, এনিয়ে প্রতিক্রিয়া দিলেন কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত প্যানেলের অন্যতম সদস্য অনীল জে ঘানওয়াত ৷ যেখানে তিনি জানিয়েছেন, প্যানেল তার রিপোর্ট ইতিমধ্যে শীর্ষ আদালতে জমা করেছে ৷ কিন্তু, বর্তমানে সেই রিপোর্টের আর কোনও গুরুত্ব নেই এবং সেটিকে এবার জনসমক্ষে আনা যেতেই পারে ৷ যদি না শীর্ষ আদালত এখনও তা করে থাকে ৷

প্রসঙ্গত, কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইন নিয়ে দীর্ঘদিন ধরে কৃষক সংগঠন এবং সরকারের মধ্যে টানাপোড়েন চলছিল ৷ হাজারও আলোচনার পরও কোনও সমাধান সূত্র বের হয়নি ৷ সেই সময় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয় ৷ সেখানেই সুপ্রিম কোর্ট নয়া তিনটি কৃষি আইন নিয়ে সরকার এবং কৃষকদের মতামত নিয়ে রিপোর্ট তৈরি করার জন্য 3 সদস্যের একটি প্যানেল গঠন করে ৷ সেই প্যানেল ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তাদের রিপোর্ট জমা করেছে ৷ সেই রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই প্রধানমন্ত্রী আজ নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

যার পরেই এদিন শ্বেককারি সংগঠনের সভাপতি তথা প্যানেলের সদস্য অনীল জে ঘানওয়াত জানিয়েছেন, প্যানেলের তৈরি করা রিপোর্ট ‘কৃষকদের পক্ষে’ এবং আগামী সপ্তাহেই সিদ্ধান্ত হবে, যে সেটি জনসমক্ষে আনা হবে কি না ৷ প্রসঙ্গত, 3 সদস্যের ওই প্যানেল তিনটি কৃষি আইনকে ভালভাবে খতিয়ে দেখে এবং সরকার ও আন্দোলনকারী কৃষক সংগঠনের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করে ৷ যা গত 19 মার্চ শীর্ষ আদালতের কাছে জমাও দিয়েছেন প্যানেলের সদস্যরা ৷ সেই থেকে এখনও ওই রিপোর্ট জনসমক্ষে আনা হয়নি ৷ তবে, অনীল জে ঘানওয়াত গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানান, কৃষি আইন নিয়ে প্যানেলের তরফে পেশ করা রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসা হোক ৷ যেখানে ঘানওয়াত জানিয়েছিলেন, প্যানেলের সুপারিশগুলি চলতে থাকা কৃষকদের আন্দোলনের সমাধানের পথ তৈরি করবে ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra: আসন্ন নির্বাচনে হার নিশ্চিত বুঝেই কৃষি আইন প্রত্যাহার মোদির : প্রিয়াঙ্কা

তবে, এনিয়ে সিদ্ধান্ত হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সকালে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করে দিলেন ৷ আর তারপরেই সংবাদ সংস্থা পিটিআইকে ঘানওয়াত বলেন, ‘‘যদি এই তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হয়, তবে ওই রিপোর্টের আর কোনও গুরুত্ব থাকে না ৷ যদি, শীর্ষ আদালত ওই রিপোর্টকে জনসমক্ষে না আনে, তাহলে আমি সেটিকে জনসমক্ষে নিয়ে আসব ৷’’

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল শিবসেনা, এনসিপি

তিনি আরও বলেন, ‘‘কমিটি প্রায় 3 মাস ধরে এই রিপোর্ট তৈরি করেছে ৷ সেটা আস্তাকুঁড়ে ফেলে দেওয়ার জন্য নয় ৷ এটা হতে দেওয়া যায় না ৷ আমি এটাকে জনসমক্ষে আনব ৷ আগামী সোমবার কমিটির তিন সদস্য এ নিয়ে বৈঠক করবে ৷ অনীল ঘানওয়াতের মতে, প্যানেলের অন্য 2 সদস্য শিক্ষাবিদ এবং পেশাদার লোক ৷ কৃষক আন্দোলনে তাঁদের কোনও ভূমিকা নেই ৷ কিন্তু, তিনি একজন কৃষক নেতা ৷ তাই তিনি কৃষকদের স্বার্থটা দেখবেন ৷ তাই কৃষকদের স্বার্থে প্যানেলের রিপোর্ট জনসমক্ষে আনার ব্যাপারে তিনি উদ্যোগী হবেন বলে জানিয়েছেন অনীল জে ঘানওয়াত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.