পশ্চিমবঙ্গ

west bengal

Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন

By

Published : Sep 29, 2021, 1:17 PM IST

Updated : Sep 29, 2021, 1:29 PM IST

আগামিকাল, বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন ৷ তার আগেই নিম্নচাপের জেরে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে ৷ এই পরিস্থিতি নির্বিঘ্নে ভোট করতে তৎপর নির্বাচন কমিশন ৷

steps-taken-by-deo-south-for-proper-voting-process-in-bhabanipur-by-election
Bhabanipur By-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করতে সতর্ক নির্বাচন কমিশন

কলকাতা, 29 সেপ্টেম্বর : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে কমিশন ৷ আগামিকাল, বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন ৷ নির্বিঘ্নে সেই ভোট উতরে দিতে একাধিক পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷

যেহেতু আবহাওয়া দফতর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে, তাই ইতিমধ্যে ইভিএম স্বচ্ছ পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে । তাছাড়া ভোটের কাজে যুক্ত আধিকারিকদেরও রেইনকোট দেওয়া হচ্ছে ৷ ভোটারদের সুবিধা করে দেওয়ার জন্য বুথগুলিতে প্রয়োজনীয় ছাউনিরও ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন :Bhabanipur Bye-Election : পাখির চোখ ভবানীপুর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল নির্বাচন কমিশন

কলকাতায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে ৷ বেশ কিছু জায়গায় জলও জমেছে ৷ কয়েকদিন আগের বৃষ্টি ভবানীপুরের একটা বড় অংশ জলের তলায় চলে গিয়েছিল ৷ সেই বিষয়টিও মাথায় রয়েছে নির্বাচন কমিশনের ৷

কমিশন সূত্রে খবর, ভবানীপুরের যে জায়গায়গুলিতে সব থেকে বেশি জল জমে, তা আজ পৌরনিগমের সহযোগিতায় সেক্টর অফিসাররা পরিদর্শন করবেন ৷ জমা জল সরাতে 24 ঘণ্টা পাম্প চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও নিচু জায়গাগুলি যেখানে একটু বৃষ্টি হলেই জল জমে যেতে পারে, সেই জায়গাগুলিতে বাড়তি পাম্প রাখা হয়েছে ।

আরও পড়ুন :Bhabanipur By-Election : ভবানীপুরের 100 শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং; তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

কমিশনের ওই সূত্র আরও জানিয়েছে যে যদি কোনও জায়গায় তিনফুটের বেশি জল জমে যায়, সেক্ষেত্রে ভোটারদের যাতায়াতের সুবিধার জন্য বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফ থেকে ছোট বোট থাকছে । এছাড়াও সিভিল ডিফেন্সের দু’টি উদ্ধারকারী গাড়িরও ব্যবস্থা করা হয়েছে ৷ এই গাড়িগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত চার সদস্য়ের টিমও থাকছে ।

পাশাপাশি ডিসিআরসি, সেক্টর অফিস ও 98টি বুথে যাতে কোথাও জল জমে না যায়, সেই বিষয় পৌরনিগমকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে । ভবানীপুর অঞ্চলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাতে কোনও রকম দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে, সেই বিষয়ে সিইএসসিকে নজরদারি চালাবার অনুরোধ জানানো হয়েছে । ভোটকর্মীদের সুবিধার জন্য ডিসিআরসি অফিসে অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন :Kolkata Municipal Corporation : শহরে 75 মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

Last Updated : Sep 29, 2021, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details