ETV Bharat / state

Kolkata Municipal Corporation : শহরে 75 মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

author img

By

Published : Sep 28, 2021, 9:08 PM IST

পুজোর আগে বাজারগুলিতে অভিযান চালানো হবে কি না, এই প্রশ্নের উত্তরে কলকাতা পৌরনিগমের পরিবেশ বিভাগের প্রধান জানান, গরিব মানুষের জীবন জীবিকার দিকেও খেয়াল রাখতে হবে। এই দুর্গাপুজোর সময় বিভিন্ন গরিব মানুষ হকারি করে দুই পয়সা রোজগার করছেন। তাই এই নিয়ম চালু করার আগে গরিব মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

Kolkata
শহরে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

কলকাতা, 28 সেপ্টেম্বর : বৃষ্টির জমা জলে নাজেহাল শহরবাসী ৷ সম্প্রতি কলকাতার জলযন্ত্রণার ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অসচেতনার পরিণাম কী হতে পারে ৷ এবার তার থেকে মুক্তি পেতে মানুষকে সচেতন করার পাশাপাশি কঠোর নিয়ম আনতে চলেছে কলকাতা-সহ রাজ্যের সমস্ত পৌরনিগম ও পৌরসভাগুলি ৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় পৌরনিগম ও পৌরসভা এলাকায় নিষিদ্ধ হতে চলেছে 75 মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহার ৷

এই মর্মে কেন্দ্রীয় পরিবেশ দফতর থেকে রাজ্যে মুখ্যসচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে ৷ মুখ্যসচিব সেই চিঠি রাজ্যের সমস্ত পৌরনিগম, পৌরসভাগুলিকে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশকে কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 75 মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। প্লাস্টিকের জন্যই নিকাশি নালার মুখ বন্ধ হয়ে যাচ্ছে। শহরের জল জমছে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন অসুখ। তাই অবিলম্বে পদক্ষেপ নেওয়া কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও পরিবেশ বিভাগের প্রধান স্বপন সমাদ্দার জানিয়েছেন, নিয়ম আগে থেকেই চালু ছিল কলকাতা শহরে। করোনা মহামারীর সময়ে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছিল। রাজ্য সরকার যা নির্দেশ দেবে সেটা মেনেই তাঁরা কাজ করবেন। কিন্তু কেন্দ্র সরকারের এই নির্দেশিকা নিয়ে ভাবনাচিন্তা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। স্বপনবাবু বলেন, "অবশ্যই 75 মাইক্রন থেকে কম প্লাস্টিক উপরের নিষোজ্ঞাকে পালন করার চেষ্টা করব। কিন্তু এসব কিছু করার আগে কেন্দ্রীয় সরকারের আগে প্লাস্টিকের উৎপাদন বন্ধ করা উচিত।"

আরও পড়ুন : বৃষ্টিতে শহর থেকে জেলায় জল যন্ত্রণার চেনা ছবি

পুজোর আগে বাজারগুলিতে অভিযান চালানো হবে কি না, এই প্রশ্নের উত্তরে কলকাতা পৌরনিগমের পরিবেশ বিভাগের প্রধান জানান, গরিব মানুষের জীবন জীবিকার দিকেও খেয়াল রাখতে হবে। এই দুর্গাপুজোর সময় বিভিন্ন গরিব মানুষ হকারি করে দুই পয়সা রোজগার করছেন। তাই এই নিয়ম চালু করার আগে গরিব মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মত প্লাস্টিক বর্জন করায় ক্ষেত্রে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.