ETV Bharat / city

Bhabanipur By-Election : ভবানীপুরের 100 শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং; তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

author img

By

Published : Sep 28, 2021, 10:55 PM IST

তৃণমূলের বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
তৃণমূলের বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

ভবানীপুরের 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করল নির্বাচন কমিশন ৷ পাশাপাশি এদিন সন্ধ্যা থেকেই প্রতিটি বুথ ও তার 200 মিটারের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর : ভবানীপুরের 100 শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং । এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে । পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে বুথ ও তার 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে । ভোটের দিন যাতে শান্তিপূর্ণ ভাবে সাধারণ মানুষ ভোট দান করতে পারেন তাই 100 শতাংশ বুথেই সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন ।

ভোটের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনের কাজে যে 52 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসেছে ৷ তার মধ্যে 15 কোম্পানি ভবানীপুরে থাকবে বলে জানা গিয়েছে । আর বাকি 37 কোম্পানি সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে মোতায়েন থাকবে । তাই এই সেন্ট্রাল ফোর্সকে যাতে যথোপযুক্তভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন ।

এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বামেরা । কোভিড পরিস্থিতির মধ্যে 72 ঘণ্টা আগে প্রচার বন্ধ হওয়ার নিয়ম থাকলেও শাসকদলের প্রচার এখনও চলছে । তারা কোনও নিয়ম-কানুনের ধার ধারছে না । পাশাপাশি আজ লালবাজারের পুলিশ কর্তাদের সঙ্গে একটি বৈঠকও করে শাসকদল । ওই বৈঠক সম্পর্কে রাজ্য নির্বাচন কমিশন অবগত । মঙ্গলবার এমনটাই দাবি তুললেন সিপিএম নেতা রবীন দেব । আজ এই বিষয়ে নালিশ জানিয়ে বামেদের এক প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখাও করেন ।

রবীন দেব বলেন, "ভোটের দিন আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আজ লালবাজারে পুলিশ আধিকারীকদের নিয়ে একটি বৈঠক করা হয় । নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে, এই বৈঠক সম্বন্ধে তাদের আগে জানানো হয়নি । ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর শুধুমাত্র নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার এই ধরণের বৈঠক করতে পারেন । এইভাবে শাসকদল নির্বাচনী বিধি ভঙ্গ করেছে । কোন বুথে কতজন কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই বণ্টনের দ্বায়িত্ব নির্বাচন কমিশনের । তাই কেন্দ্রীয় বাহিনীর বণ্টন যাতে ঠিকমতো হয়ে সেই বিষয়টিও দেখতে বলেছি আমরা ।"

তিনি আরও বলেন, "আজ আবার রাজ্যের আরও চার কেন্দ্রে ভোট গ্রহণের ঘোষণা করা হল । উৎসবের মরশুম কোনও রকম চিন্তাভাবনা ছাড়াই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল ।" এছাড়াও বামেদের দাবি, বুথগুলিতে বা নির্বাচনের কাজে যাতে দেবাঞ্জন দেবের মতো ভুয়ো আধিকারিকরা লিপ্ত না থাকে সেই বিষয়টিও নির্বাচন কমিশনকে দেখতে হবে ।

আরও পড়ুন : Minakshi Mukherjee: 'সাপ্লি' দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মমতা, তোপ মীনাক্ষীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.