পশ্চিমবঙ্গ

west bengal

Jayprakash Joins TMC : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই সহ-সভাপতি জয়প্রকাশ

By

Published : Mar 8, 2022, 1:02 PM IST

Updated : Mar 8, 2022, 8:43 PM IST

rebel bjp leader jayprakash majumder may join tmc today
Jayprakash may Join TMC : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে ‘বিদ্রোহী’ জয়প্রকাশ

নজরুল মঞ্চে আজ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে (TMC Working Committee Meeting)। সেখানেই জয়প্রকাশ মজুমদার তৃণমূলে (Mamata Banerjee) সামিল হলেন ৷

কলকাতা, 8 মার্চ : ফের ভাঙনে বঙ্গ-বিজেপিতে ৷ এবার গেরুয়া শিবির ছাড়লেন জয়প্রকাশ মজুমদার ৷ আজ, মঙ্গলবার তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Rebel BJP Leader Jayprakash Majumder may Join TMC Today) ৷ তৃণমূলে যোগ দিয়েই সহ-সভাপতি হলেন জয়প্রকাশ ৷

আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে (TMC Working Committee Meeting) । এই বৈঠকে উপস্থিত রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ শীর্ষ নেতৃত্ব । তাঁদের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন বিদ্রোহী এই বিজেপি নেতা ।

প্রসঙ্গত, গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারিরা । শাস্তির কোপে পড়েছিলেন ৷ সূত্রের খবর, বিজেপির তরফে রীতেশ তেওয়ারিকে নিয়ে কিছুটা নরম অবস্থান নেওয়া হলেও জয়প্রকাশ মজুমদার নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিজেপি । এই অবস্থায় তৃণমূলে নাম লেখালেন জয়প্রকাশ মজুমদার ৷

এর আগে জয়প্রকাশকে সাসপেন্ড করেছিল বিজেপি ৷ তাঁর তৃণমূলে যোগদানের খবর প্রকাশ্যে আসার পর জয়প্রকাশকে বহিষ্কার করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি রাজ্য বিজেপি ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘উনি আগেও দল পরিবর্তন করেছেন । এখনও করলেন ৷ আশা করি ভবিষ্যতেও করবেন । উনি পার্টি থেকে সাময়িক বরখাস্ত ছিলেন । নতুন করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

আরও পড়ুন :Tathagata on BJP Leaders Secret Meeting : দলের ভিতরে পচন ধরার কুফল, লকেটের সঙ্গে বিক্ষুব্ধদের বৈঠক প্রসঙ্গে তথাগত

Last Updated :Mar 8, 2022, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details