পশ্চিমবঙ্গ

west bengal

Omicron scare in Bengal: ব্রিটেন ফেরত 225 জনকে নিয়ে চিন্তায় স্বাস্থ্যভবন

By

Published : Dec 14, 2021, 12:30 PM IST

ব্রিটেন ফেরত 225 জনকে নিয়ে (Omicron scare in Bengal) চিন্তা বাড়ছে স্বাস্থ্যভবনের (west bengal health department)৷ তারা এখন কোয়ারান্টিনে রয়েছে ৷ আবার তাঁদের নমুনা পরীক্ষা হবে ৷

Omicron scare in Bengal, health department taking all measures
ব্রিটেন ফেরত 225 জনকে নিয়ে ওমিক্রন চিন্তায় স্বাস্থ্যভবন

কলকাতা, 14 ডিসেম্বর:ব্রিটেন ফেরত তরুণীকে নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারা স্বস্তিতে থাকলেও, চিন্তা বাড়াচ্ছে (Omicron scare in Bengal) ব্রিটেন ফেরত বাকি 225 জন । গতকালই ব্রিটেনের প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যুর খবর এসেছে । দেশের অন্য প্রান্তেও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা । বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও আমেরিকা থেকে আসা মানুষদের নিয়ে উদ্বিগ্ন প্রশাসন । রাজ্যে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি দু'জন । তাঁদের মধ্যে ব্রিটেন ফেরত তরুণীর জিনোম সিকোয়েন্সের রিপোর্ট নেগেটিভ এসেছে । এটাই রাজ্য সরকারের জন্য এখনও পর্যন্ত স্বস্তির খবর ৷

কিন্তু চিন্তাটা অন্য জায়গায়। রবিবার কলকাতায় ব্রিটেন থেকে আসা 225 জন যাত্রীর ব্যাপারে এখনও নিশ্চিন্তে নেই স্বাস্থ্যভবন (health department taking all measures)। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বটে । কিন্তু হোম কোয়ারান্টিনে থেকে আট দিন পরে ফের তাঁদের কোভিড পরীক্ষা করতে বলা হয়েছে । কারণ তাঁদের কিছুদিন পর পজিটিভ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সেই সংক্রমণের নেপথ্যে থাকতে পারে ওমিক্রনও ।

আরও পড়ুন:No Omicron in Kolkata : ওমিক্রন আক্রান্ত নন বিলেত ফেরত কলকাতার তরুণী

ঠিক যেমনটা দেখা গিয়েছে মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড়েতে । সেখানকার এক কিশোরী ও তার পরিবার গত মাসে দেশে ফেরার সময়ে কোভিড নেগেটিভই হয়েছিল । কিন্তু কয়েক দিন আগে 12 বছরের ওই কিশোরীর দাঁতে ব্যথা শুরু হয় । অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে । যেহেতু সম্প্রতি সে আফ্রিকার দেশ থেকে ফিরেছে, তাই তার পাশাপাশি পরিবারের সবার করোনা পরীক্ষা হওয়ার পর নমুনাগুলি জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয় । রবিবার তার রিপোর্টে জানা গিয়েছে, কিশোরীর সঙ্গে তার পরিবারের আরও পাঁচ জন ওমিক্রনে সংক্রমিত (Corona positive) হয়েছেন ।

আরও পড়ুন :Omicron Scare in India : অন্ধ্র এবং হরিয়ানায় ধরা পড়ল ওমিক্রন

স্বাস্থ্যভবনের (west bengal health department) এক কর্তা বলেছেন, এমনটা যে কোনও জায়গায় হতে পারে । তাই নেগেটিভ এলেও 'ঝুঁকিপূর্ণ' দেশ থেকে আগত প্রত্যেকের ক্ষেত্রে হোম কোয়ারান্টিনে থাকা ও অষ্টম দিনে ফের কোভিড পরীক্ষা (Coronavirus in Bengal) করানো বাধ্যতামূলক করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে স্থানীয় প্রশাসনকে । কিন্তু যে ভাবে বিদেশ থেকে ফেরার পর অনেকেই হোম আইসোলেশনে থাকার বদলে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে সাধারণের সঙ্গে মিশছেন, তাতে তাঁরা বড় বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে চিকিৎসক মহল ।

আরও পড়ুন:Omicron in Rajasthan : রাজস্থানেও বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 4

ABOUT THE AUTHOR

...view details