পশ্চিমবঙ্গ

west bengal

Electric Cars for KP : বিশ্ব পরিবেশ দিবসে লালবাজার পাবে 17টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি

By

Published : Jun 4, 2022, 7:39 PM IST

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লালবাজারে আসছে ক্রাশার মেশিন এবং বৈদ্যুতিক পরিচালিত অত্যাধুনিক গাড়ি (Electric Cars for Kolkata Police)৷

Kolkata Police to get electric cars on World Environment Day
Kolkata Police

কলকাতা, 4 জুন : আগামিকাল বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে কলকাতা পুলিশের হাতে আসতে চলেছে 17টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি । এবার মহানগরের রাস্তায় এই 17টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি নিয়ে টহল দেবে কর্মরত পুলিশকর্মীরা । তাছাড়াও এই প্রথম কলকাতা পুলিশের হাতে আসতে চলেছে ক্রাশার মেশিন (Kolkata Police to get electric cars on World Environment Day)।

প্রায়শ্যই ময়দান এলাকা বা রাস্তাঘাটে ব্যবহার করা জলের বোতল পড়ে থাকতে দেখা যায় । রোদ-ঝড়-জলে সেগুলি নষ্ট হয় ৷ প্লাস্টিক সরাসরি মাটিতে মিশতে পারে না, ফলে তার কারণে পরিবেশ দূষিত হয় । তাছাড়াও প্লাস্টিকের বোতল ড্রেন এবং নিকাশি ব্যবস্থার যথেষ্ট ক্ষতি করে । ফলে রাস্তায় জল জমে যায় । এবার সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কলকাতা পুলিশের হাতে আসছে ক্রাশার মেশিন । রাস্তাঘাটে যেখানেই ব্যবহার করা জলের বোতল পড়ে থাকবে, সেই সকলকে একত্রিত করে ওই ক্রাশার মেশিনের মাধ্যমে সেগুলি রিসাইকেল করা যাবে বলে জানা গিয়েছে ।

অতিসম্প্রতি কলকাতা পুলিশের ব্যবহৃত প্রায় হাজারখানেক গাড়ি বাতিল করা হয়েছিল । এই বাতিলের অন্যতম কারণ ছিল দূষণ কমিয়ে পরিবেশকে রক্ষা করা । কারণ বেশিরভাগ গাড়ির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং বেশি করে কালো ধোঁয়া বেরনোর রিপোর্ট ছিল লালবাজারে । ফলে বৈদ্যুতিক পরিচালিত গাড়ির বরাদ্দ দেওয়া হয় একটি বেসরকারি সংস্থাকে ।

আরও পড়ুন :TMC Leader House : তৃণমূল সমর্থকের বাড়িতে ভাঙচুর, সিন্ডিকেট যোগের অভিযোগ

জানা গিয়েছে, বৈদ্যুতিক গাড়িগুলি নিয়ে কর্তব্যরত থাকলে পরিবেশের দূষণের মাত্রা অনেকটা কম হতে পারে । আগামিকাল সকাল সাড়ে নটা নাগাদ পুলিশ অ্যাথলেটিক ক্লাবে বিশ্ব পরিবেশ দিবস(World Environment Day)উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার নগরপাল (police commissioner)বিনীত গোয়েল-সহ কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details