ETV Bharat / state

উত্তর 24 পরগনার 3 লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ 1 হাজার 441, অধিকাংশই বসিরহাটে - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: আর মাত্র কয়েকঘণ্টা ৷ তারপর লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হবে ৷ শনিবারের সেই নির্বাচনের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি দেখা গেল উত্তর 24 পরগনার বারাসতের ডিসিআরসি-তে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 4:43 PM IST

ETV BHARAT
বারাসত ডিসিআরসি-তে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ (নিজস্ব চিত্র)

বারাসত, 31 মে: রাত পোহালেই নির্বাচন উত্তর 24 পরগনা জেলার তিনটি লোকসভা কেন্দ্রে ৷ আর এই তিন কেন্দ্রের জন্য মোতায়েন হয়েছে 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ জেলার মোট 5 হাজারা 665টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 1 হাজার 441টি ৷ এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য ৷ আজ সকাল থেকে উত্তর 24 পরগনার ডিসিআরসি-তে দেখা গেল চূড়ান্ত ব‍্যস্ততা ভোট কর্মীদের মধ্যে ৷ ডিসিআরসি থেকে নিজেদের বুথের দায়িত্ব বুঝে নিয়ে গন্তব্যে রওনা দিলেন ভোট কর্মীরা ৷

বারাসত ডিসিআরসি-তে উত্তর 24 পরগনার 3 কেন্দ্রে নির্বাচনের প্রস্তুতি ৷ (ইটিভি ভারত)

নির্বাচন কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, স্পর্শকাতর বুথের নিরিখে শীর্ষে রয়েছে বসিরহাট লোকসভা ৷ এই কেন্দ্রের প্রায় অর্ধেক বুথই স্পর্শকাতর নির্বাচন কমিশনের নিরিখে ৷ ফলে, এই লোকসভা কেন্দ্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছে জেলা নির্বাচন কমিশন ৷

পঞ্চম দফায় উত্তর 24 পরগনা জেলার ব‍্যারাকপুর এবং বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে ৷ মোটের উপর শান্তিপূর্ণভাবেই এই দু’টি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে বলে কমিশনের রিপোর্ট বলা হয়েছে ৷ শেষ দফার নির্বাচনে ভোট হবে জেলার অপর তিনটি গুরুত্বপূর্ণ লোকসভা- বারাসত, বসিরহাট ও দমদমে ৷ শনিবারের ন’টি কেন্দ্রের মধ্যে এই তিনটি লোকসভা খুবই গুরুত্বপূর্ণ ৷ এর মধ্যে হাইভোল্টজ লোকসভা কেন্দ্র হিসেবে সবার প্রথমেই আসবে বসিরহাটের নাম ৷

গত কয়েক মাস ধরে সন্দেশখালি ইস্যুতে তপ্ত বসিরহাটের রাজনীতি ৷ এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধী রাজনৈতিক দলগুলি গত দু'মাস ধরে প্রচার চালিয়ে গিয়েছে ৷ পালটা শাসকদলও বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ভোট ময়দানে নেমেছে ৷ শাসক এবং বিরোধীর এই অভিযোগ ও পালটা অভিযোগের রাজনীতিতে, যথারীতি ভোটের উত্তাপও বেড়ে গিয়েছে বসিরহাটে ৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা রয়েছে 1 হাজার 882টি ৷ তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 974টি ৷ এই কেন্দ্রের জন্য মোতায়েন হয়েছে 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ বারাসত লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা 1 হাজার 991 টি ৷ তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 168 ৷ এখানে মোতায়েন থাকবে 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ অন্যদিকে, দমদম লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা 1 হাজার 792টি । তার মধ্যে 299টি বুথ স্পর্শকাতর ৷ এখানে মোতায়েন থাকছে 140 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷

জেলা নির্বাচন আধিকারিকের দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, যেহেতু বসিরহাটে স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি ৷ তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে ৷ এছাড়া প্রতিটি এলাকাতেই কিউআরটি এবং নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়া শুরু করেছে ৷ শুরু হয়ছে নাকা চেকিংও ৷ জেলার এই তিনটি কেন্দ্রের সমস্ত বুথেই থাকছে ওয়েবকাস্টিং ৷ যদিও, বসিরহাটে সাতটি শ্যাডো বুথ থাকবে ৷

এই বিষয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক শরদ কুমার দ্বিবেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা এই তিনটি কেন্দ্রের প্রতিটি এলাকাকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি ৷ ভোটগ্রহণ কেন্দ্রে বিদ্যুতের সমস্যার কারণে যাতে ভোট প্রক্রিয়ায় ব‍্যাঘাত না-ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ভোটারদের মধ্যে মনোবল বাড়াতে ইতিমধ্যে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী ৷ প্রতিটি এলাকা ধরে নজরদারি চালানো হচ্ছে ৷"

বারাসত, 31 মে: রাত পোহালেই নির্বাচন উত্তর 24 পরগনা জেলার তিনটি লোকসভা কেন্দ্রে ৷ আর এই তিন কেন্দ্রের জন্য মোতায়েন হয়েছে 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ জেলার মোট 5 হাজারা 665টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 1 হাজার 441টি ৷ এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য ৷ আজ সকাল থেকে উত্তর 24 পরগনার ডিসিআরসি-তে দেখা গেল চূড়ান্ত ব‍্যস্ততা ভোট কর্মীদের মধ্যে ৷ ডিসিআরসি থেকে নিজেদের বুথের দায়িত্ব বুঝে নিয়ে গন্তব্যে রওনা দিলেন ভোট কর্মীরা ৷

বারাসত ডিসিআরসি-তে উত্তর 24 পরগনার 3 কেন্দ্রে নির্বাচনের প্রস্তুতি ৷ (ইটিভি ভারত)

নির্বাচন কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, স্পর্শকাতর বুথের নিরিখে শীর্ষে রয়েছে বসিরহাট লোকসভা ৷ এই কেন্দ্রের প্রায় অর্ধেক বুথই স্পর্শকাতর নির্বাচন কমিশনের নিরিখে ৷ ফলে, এই লোকসভা কেন্দ্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছে জেলা নির্বাচন কমিশন ৷

পঞ্চম দফায় উত্তর 24 পরগনা জেলার ব‍্যারাকপুর এবং বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে ৷ মোটের উপর শান্তিপূর্ণভাবেই এই দু’টি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে বলে কমিশনের রিপোর্ট বলা হয়েছে ৷ শেষ দফার নির্বাচনে ভোট হবে জেলার অপর তিনটি গুরুত্বপূর্ণ লোকসভা- বারাসত, বসিরহাট ও দমদমে ৷ শনিবারের ন’টি কেন্দ্রের মধ্যে এই তিনটি লোকসভা খুবই গুরুত্বপূর্ণ ৷ এর মধ্যে হাইভোল্টজ লোকসভা কেন্দ্র হিসেবে সবার প্রথমেই আসবে বসিরহাটের নাম ৷

গত কয়েক মাস ধরে সন্দেশখালি ইস্যুতে তপ্ত বসিরহাটের রাজনীতি ৷ এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধী রাজনৈতিক দলগুলি গত দু'মাস ধরে প্রচার চালিয়ে গিয়েছে ৷ পালটা শাসকদলও বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ভোট ময়দানে নেমেছে ৷ শাসক এবং বিরোধীর এই অভিযোগ ও পালটা অভিযোগের রাজনীতিতে, যথারীতি ভোটের উত্তাপও বেড়ে গিয়েছে বসিরহাটে ৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা রয়েছে 1 হাজার 882টি ৷ তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 974টি ৷ এই কেন্দ্রের জন্য মোতায়েন হয়েছে 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ বারাসত লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা 1 হাজার 991 টি ৷ তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 168 ৷ এখানে মোতায়েন থাকবে 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ অন্যদিকে, দমদম লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা 1 হাজার 792টি । তার মধ্যে 299টি বুথ স্পর্শকাতর ৷ এখানে মোতায়েন থাকছে 140 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷

জেলা নির্বাচন আধিকারিকের দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, যেহেতু বসিরহাটে স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি ৷ তাই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে ৷ এছাড়া প্রতিটি এলাকাতেই কিউআরটি এবং নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়া শুরু করেছে ৷ শুরু হয়ছে নাকা চেকিংও ৷ জেলার এই তিনটি কেন্দ্রের সমস্ত বুথেই থাকছে ওয়েবকাস্টিং ৷ যদিও, বসিরহাটে সাতটি শ্যাডো বুথ থাকবে ৷

এই বিষয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক শরদ কুমার দ্বিবেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা এই তিনটি কেন্দ্রের প্রতিটি এলাকাকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি ৷ ভোটগ্রহণ কেন্দ্রে বিদ্যুতের সমস্যার কারণে যাতে ভোট প্রক্রিয়ায় ব‍্যাঘাত না-ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ভোটারদের মধ্যে মনোবল বাড়াতে ইতিমধ্যে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী ৷ প্রতিটি এলাকা ধরে নজরদারি চালানো হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.