ETV Bharat / snippets

মোদির ছবি দেখেই চড়াও যুবক! তারপর...

author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 3:00 PM IST

PM Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)

আধার কার্ড সম্পর্কিত তথ্য জানতে সিপাঝাড় অ্যাকাডেমির মাঠ কমপ্লেক্সের একটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে যায় এক যুবক ৷ সেখানে প্রধানমন্ত্রীর ছবির দেখে অবাক করা এক কাণ্ড বাঁধায় যুবক জিন্টু বানিয়া ৷ নরেন্দ্র মোদির ছবি দেখে আচমকাই ওই সেন্টারের কর্মীদের ওপর চড়াও হয় ৷ তাঁরা ওই যুবককে থামাতে চেষ্টা করলেও পালটা কর্মীদের বুকে কামড়ে দেয় ৷ ঘটনাটি অসমের দাররাং জেলার সিপাজহারের। হামলায় আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সিপাঝাড়ের ভুক্তবাড়ি বানিয়াপাড়ার বাসিন্দা জিন্টু বানিয়াকে গ্রেফতার করে অসম পুলিশ। আধারকেন্দ্রের এক কর্মী বলেন, "আমরা কাজ করছিলাম ৷ তখনই ওই যুবক ঢুকে আমাদের ওপর আক্রমণ করে ৷"

আধার কার্ড সম্পর্কিত তথ্য জানতে সিপাঝাড় অ্যাকাডেমির মাঠ কমপ্লেক্সের একটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে যায় এক যুবক ৷ সেখানে প্রধানমন্ত্রীর ছবির দেখে অবাক করা এক কাণ্ড বাঁধায় যুবক জিন্টু বানিয়া ৷ নরেন্দ্র মোদির ছবি দেখে আচমকাই ওই সেন্টারের কর্মীদের ওপর চড়াও হয় ৷ তাঁরা ওই যুবককে থামাতে চেষ্টা করলেও পালটা কর্মীদের বুকে কামড়ে দেয় ৷ ঘটনাটি অসমের দাররাং জেলার সিপাজহারের। হামলায় আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সিপাঝাড়ের ভুক্তবাড়ি বানিয়াপাড়ার বাসিন্দা জিন্টু বানিয়াকে গ্রেফতার করে অসম পুলিশ। আধারকেন্দ্রের এক কর্মী বলেন, "আমরা কাজ করছিলাম ৷ তখনই ওই যুবক ঢুকে আমাদের ওপর আক্রমণ করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.