পশ্চিমবঙ্গ

west bengal

Amir Khan: এবার হেয়ার স্ট্রিট থানায় নয়া এফআইআর আমির খানের বিরুদ্ধে

By

Published : Oct 7, 2022, 6:11 PM IST

অনলাইন গেমিং অ্যাপের মালিক আমির খানের (Amir Khan) বিরুদ্ধে এ বার হেয়ার স্ট্রিট থানায় (Hare street PS) নয়া এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ (Kolkata Police)৷

Kolkata Police files Fresh case against Amir Khan in Hare street PS
থাম্বনেইল

কলকাতা, 7 অক্টোবর: অনলাইন গেমিং অ্যাপের মালিক আমির খানের (Amir Khan) বিরুদ্ধে এ বার পার্ক স্ট্রিট থানার পর হেয়ার স্ট্রিট থানায় (Hare street PS) নতুন অভিযোগ দায়ের করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

এর আগে 2021 সালে পার্ক স্ট্রিট থানায় প্রথম অভিযোগ দায়ের হয়েছিল । তবে তদন্তের গতি স্লথ হয়ে যাওয়াতে অনলাইন গেমিং প্রতারণার ঘটনায় তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পরে মেটিয়াবুরুজ থানার ঠিক উলটো দিকে শাহী আস্তাবল এলাকায় আমির খানের বাড়িতে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর প্রায় সাড়ে সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

এরপরে সমান্তরাল তদন্তে নেমে পলাতক ব্যবসায়ী আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দারা । যেহেতু 2021 সালে পার্ক স্ট্রিট থানায় আমির খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই ঘটনার তদন্তের গতি স্লথ হয়ে প্রায় বছরখানেক ধরে পড়েছিল, তার জেরে সংশ্লিষ্ট থানার তদন্তকারী অফিসারকে ক্লোজ করে লালবাজার ।

আরও পড়ুন:নিসার নন, অনলাইন গেমিং প্রতারণায় অভিযুক্ত তাঁর বাবা আমির খান

পরে আরও কোটি কোটি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ । বর্তমানে একুশে অক্টোবর পর্যন্ত আমির খানকে নিজেদের হেফাজতে পেয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । তদন্তকারীদের অনুমান, অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করে সেই টাকা অন্য রাজ্যে পাঠিয়েছেন আমির খান । তাঁকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details