পশ্চিমবঙ্গ

west bengal

Kasba Fake Vaccine : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান ইডি-র

By

Published : Sep 1, 2021, 4:26 PM IST

ED conducts raids across 10 locations in Kolkata for Kasba fake vaccine case
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালালো ইডি

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আজ কলকাতার প্রায় 10টি জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালায় ইডির গোয়েন্দারা ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতার 10টি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ প্রসঙ্গত, গত জুন মাসে কসবা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে ভুয়ো আইএএস আধিকারিক দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

আজ সেই মামলার তদন্তের জন্য কলকাতার দশটি জায়গায় তল্লাশি চালালো ইডি ৷ গত 3 জুলাই দেবাঞ্জন দেবের কসবার অফিসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল তল্লাশি চালায় ৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, তার অফিস থেকে বহু নথি উদ্ধার হয়েছে ৷ যার মধ্যে ছিল অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার, ভিজিটর স্লিপ, চাকরির আবেদনপত্র, ভুয়ো টেন্ডারের নথি সহ আরও অনেক ভুয়ো নথি সেখান থেকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

আরও পড়ুন : Corona in India : এক লাফে 10 হাজার বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

এই ঘটনার তদন্তের জন্য গত 25 জুলাই একটি সিট গঠন করে লালবাজার ৷ যে তদন্ত শুরু হয়েছিল তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগের উপর ভিত্তি করে ৷ যেখানে তিনি অভিযোগ করেছিলেন, দেবাঞ্জন দেবের আয়োজন করা ভ্যাকসিনেশন সেন্টার থেকে তিনি ভ্যাকসিন নিয়েছিলেন ৷ কিন্তু, ফোনে রেজিস্ট্রেশনের কোনওরকম মেসেজ না আসায় সন্দেহ হয় সাংসদের ৷ এর পরেই তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ সাংসদের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনায় তৎপরতার সঙ্গে সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

ABOUT THE AUTHOR

...view details