ETV Bharat / bharat

Corona in India : এক লাফে 10 হাজার বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

author img

By

Published : Sep 1, 2021, 9:58 AM IST

Updated : Sep 1, 2021, 10:14 AM IST

corona
corona

ফের উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ৷ একধাক্কায় 32 থেকে 42 হাজারে পৌঁছল সংক্রমণ ৷ বেড়েছে মৃত্যুও ৷

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর : কখনও কম তো কখনও বেশি ৷ এরকমই চলছে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ৷ গতকালের তুলনায় ফের বাড়ল সংক্রমণ ৷ একদিনে প্রায় 32 হাজার থেকে সংক্রমণ বেড়ে 42 হাজারের দোরগোড়ায় ৷ সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রদত্ত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারা দেশে 41 হাজার 965 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল সংখ্যাটা ছিল 30 হাজার 941 জন ৷

সারা দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 28 লাখ 10 হাজার 845 জন ৷ বেড়েছে দৈনিক মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 460 জনের ৷ গতকাল যা ছিল 350 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 39 হাজার 20 জন ৷

এদিকে চিন্তা বাড়িয়ে কমেছে দৈনিক সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 33 হাজার 964 জন ৷ গতকাল যা ছিল 36 হাজার 275 জন ৷ এখনও পর্যন্ত গোটা দেশে সুস্থ হয়েছেন 3 কোটি 19 লাখ 93 হাজার 644 জন ৷

বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে 3 লাখ 78 হাজার 181 জন ৷ গত 24 ঘণ্টায় 1 কোটি 33 লাখ 18 হাজার 718টি টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 65 কোটি 41 লাখ 13 হাজার 508টি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ প্রদত্ত তথ্য অনুযায়ী, গতকাল 16 লাখ 6 হাজার 785 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 52 কোটি 31 লাখ 84 হাজার 293টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : West Bengal Corona Update : রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

Last Updated :Sep 1, 2021, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.