ETV Bharat / city

West Bengal Corona Update : রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

author img

By

Published : Aug 31, 2021, 8:10 PM IST

রাজ্যের মধ্যে দৈনিক সংক্রমণে উত্তর 24 পরগনাকে টপকে গেল কলকাতা ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন 92 জন ৷ আর উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 89 ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 3 জনের ৷ সেখানে উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 4 জনের ৷

West Bengal registers 546 new covid-19 cases in last 24 hours
রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

কলকাতা, 31 অগস্ট : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ৷ আগের দিনের চেয়ে বাড়ল মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 546 জন ৷ গতকাল যা ছিল 510 ৷ আর 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 13 জনের ৷ গতকাল 11 জনের মৃত্যু হয়েছিল ৷

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 48 হাজার 604 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 640 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত সেরে উঠেছেন 15 লাখ 21 হাজার 342 জন ৷ সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 815 জন ৷

এই সংক্রান্ত খবর : দ্বিতীয় ডোজ নিতে অনিচ্ছুক নাগরিকদের এবার ফোনে ডেকে টিকা নেওয়াবে কলকাতা পৌরনিগম

আজ মোট 33 হাজার 118 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 1 কোটি 70 লাখ 1 হাজার 48টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 2 লাখ 71 হাজার 315 জন ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 লাখ 27 হাজার 43 জন ৷ সবমিলিয়ে রাজ্যে 2 কোটি 85 লাখ 55 হাজার 988 জন প্রথম ডোজ পেয়েছেন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট 1 কোটি 12 লাখ 56 হাজার 10 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.