ETV Bharat / state

জেলে হেনস্থা করা হচ্ছে, বিস্ফোরক পিয়ালি; হেফাজতে নিতে পারল না পুলিশ - Sandeshkhali Incident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 8:14 PM IST

Piyali alleges harassment in jail: জেল হেফাজতে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন পিয়ালি দাস ৷ তবে তাঁকে পুলিশ হেফাজতে চেয়ে যে মামলা করা হয়েছিল তার শুনানি আজ না-হওয়ায় জেল হেফাজতেই রয়েছেন তিনি ৷

ETV BHARAT
জেল হেফাজতে পিয়ালি (নিজস্ব ছবি)

জেল হেফাজতে পিয়ালি (ইটিভি ভারত)

বসিরহাট, 16 মে: জেল হেফাজতে হেনস্থার শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ করলেন রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পি ৷ তবে তাঁর মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় আজ তাঁকে হেফাজতে নিতে পারেনি পুলিশ । আপাতত তাঁকে জেল হেফাজতেই থাকতে হবে ।

বৃহস্পতিবার অন‍্য একটি মামলায় পিয়ালি দাস ওরফে মাম্পির 12 দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে আবেদন করেছিল পুলিশ । মাম্পিকে নিয়েও আসা হয়েছিল পুলিশের একটি গাড়িতে করে । কিন্তু, সেই মামলায় এ দিন শুনানিই হয়নি আদালতে । সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে । ফলে জেল হেফাজতে থাকা পিয়ালি দাসকে পুলিশ নিজেদের হেফাজতে পাবে কি না,তা বোঝা যাবে সে দিনই ।

সন্দেশখালি নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি স্টিং ভিডিয়ো জনসমক্ষে এসেছে । সেই ভিডিয়োর বেশকিছু জায়গায় বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, কীভাবে সন্দেশখালির মহিলাদের দিয়ে ধর্ষণের 'মিথ্যা' অভিযোগ করে ফাঁসানো হয়েছে তৃণমূল নেতাদের । আর এই ভাইরাল ভিডিয়োর ঠিক পরেই রেখার ছায়াসঙ্গী মাম্পির বিরুদ্ধে একের পর এক মহিলা মুখ খুলতে শুরু করেন । কেউ দাবি করেন, সাদা কাগজে সই করিয়ে পিয়ালি ওরফে মাম্পি ধর্ষণের 'মিথ্যা' অভিযোগ দায়ের করেছেন শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে । আবার কেউ দাবি করেন, তাঁর গ্রেফতার হওয়া ভাইকে ছাড়ানোর শর্তে শ্লীলতাহানির 'অসত্য' অভিযোগ দায়ের করেছিলেন এই মাম্পি ।

এ নিয়ে রেখা পাত্রের সর্বক্ষণের সঙ্গী পিয়ালির বিরুদ্ধে অভিযোগও দায়ের হয় সন্দেশখালি থানায় । তার প্রেক্ষিতে মাম্পির বাড়িতে গিয়ে নোটিশ সাঁটিয়ে আসে পুলিশ । তিনদিনের মধ্যে সন্দেশখালি থানায় হাজিরা দিতে বলা হলেও সে পথে এগোতে দেখা যায়নি তাঁকে । এরপরই গ্রেফতারির আশঙ্কায় বসিরহাট মহকুমা আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন পিয়ালি দাস । কিন্তু, জামিন না মেলায় ধৃত বিজেপি নেত্রীকে সাত দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক । জেল হেফাজত শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার তাঁকে দমদম সংশোধনাগার থেকে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে । এরপর জানা যায়, সন্দেশখালির অন‍্য একটি মামলায় পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে সেখানে । যদিও শেষ পর্যন্ত শুনানি না হওয়ায় রেখার ছায়াসঙ্গী পিয়ালি দাসকে আজ নিজেদের হেফাজতে নিতে পারেনি পুলিশ ।

এ দিকে, কোর্ট-লকআপ থেকে বেরনোর সময় এই বিজেপি নেত্রী এ দিন বিস্ফোরক দাবি করে বলেন, "জেল হেফাজতে তাঁকে হেনস্থা করা হচ্ছে । এই সবই পিসি-ভাইপার কারসাজি ।"

প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে পুলিশের করা মামলা খারিজ করতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ধৃত মাম্পির আইনজীবী । সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এখনই কোনও রকম পদক্ষেপ করা যাবে না । এ দিন মামলার শুনানিতে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত এই বিষয়ে নিম্ন আদালতে কোনও প্রক্রিয়া করা যাবে না । জেল হেফাজতে থাকাকালীন পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে আরও একটি ধারা যুক্ত করার পাশাপাশি তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল রাজ‍্য সরকার । কিন্তু তাতে সাড়া দেয়নি হাইকোর্ট । আগামিকাল পর্যন্ত নিম্ন আদালতে সেই আবেদন কার্যকর করা যাবে না বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি সিনহা ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় পিয়ালির বিরুদ্ধে ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
  2. পুলিশের বিরুদ্ধে অভিযোগ ! হাইকোর্টে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা ও পিয়ালি
  3. আদালতে আত্মসমর্পণ পিয়ালি দাসের, 7 দিনের জেল হেফাজতের নির্দেশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.