পশ্চিমবঙ্গ

west bengal

CBI Probe in Cow Smuggling Case : গরু পাচারকাণ্ডে অনুব্রতর দেহরক্ষীকে তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের

By

Published : Apr 5, 2022, 6:45 PM IST

গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই (CBI Summons Anubrata Mandal) ৷

CBI Probe in Cow Smuggling
গরু পাচারকাণ্ডে অনুব্রতর দেহরক্ষীকে তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের

কলকাতা, 5 এপ্রিল : গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷ ঠিক তার আগেরদিন, মঙ্গলবার, সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলেন অনুব্রতর দেহরক্ষীকে (CBI interrogate security guard of Anubrata Mandal) ৷ এদিন তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে ৷ এদিন দুপুর 1টা নাগাদ অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁর সঙ্গে নিজাম প্যালেসে আসেন অনুব্রতর দেহরক্ষী ৷

আরও পড়ুন : অনুব্রতকে জেরার প্রস্তুতি সিবিআইয়ের, দিল্লির কর্তাদের সঙ্গে কথা কলকাতার আধিকারিকের

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল ৷ কারণ, গরু পাচারকাণ্ডের তদন্তে একাধিকবার তাদের তলব এড়িয়েছেন অনুব্রত ৷ বুধবার ফের ডেকে পাঠানো হয়েছে বীরভূম জেলার এই তৃণমূল নেতাকে ৷ তাঁকে প্রশ্ন করার আগে, দেহরক্ষীকে প্রশ্ন করে গোপন তথ্য জানার চেষ্টা করা হয় ৷ সিবিআইয়ের তদন্তকারীরা মনে করছেন, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচারকাণ্ডে কোনও তথ্য জানতে না, এমনটা হতে পারে না ৷ এই তদন্তে নেমে আর্থিক লেনদেনের একাধিক নথি ও তথ্য সিবিআইয়ের কাছে এসেছে বলে খবর ৷ সেদিক দিয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details