পশ্চিমবঙ্গ

west bengal

Dilip Slams Mamata এবার জেলে বসেই মমতাকে মন্ত্রিসভার বৈঠক করতে হবে, কটাক্ষ দিলীপের

By

Published : Aug 12, 2022, 2:30 PM IST

Updated : Aug 12, 2022, 4:32 PM IST

বৃহস্পতিবার বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mondal) গ্রেফতার করে সিবিআই (CBI) ৷ দিন কয়েক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) গ্রেফতার করে তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ শুক্রবার এই নিয়ে বিজেপির দিলীপ ঘোষের (BJP Leader Dilip Ghosh) বক্তব্য, এবার জেলে বসেই মমতাকে মন্ত্রিসভার বৈঠক করতে হবে ৷

bjps-dilip-ghosh-slams-mamata-banerjee-on-corruption-issue
Dilip Slams Mamata: এবার জেলে বসেই মমতাকে মন্ত্রিসভার বৈঠক করতে হবে, কটাক্ষ দিলীপের

কলকাতা, 12 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার পরবর্তী বৈঠক জেলে বসেই করতে হবে, শুক্রবার অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mondal) গ্রেফতারি নিয়ে এমনই কটাক্ষ করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh) ৷

মেদিনীপুরের সাংসদ শুক্রবার সকালে দিল্লি থেকে ট্রেনে শিয়ালদা স্টেশনে পৌঁছান ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ তাঁর কথায়, "সবে মাত্র দু’টো উইকেট পড়েছে ৷ আরও অনেক বেশি উইকেট পড়বে ৷ আমার তো ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মন্ত্রী মণ্ডলের বৈঠক করতে হয়, তাহলে সেটা জেলের মধ্যে গিয়েই করতে হবে বা পার্টির যদি স্টেট কমিটির মিটিং করতে হয়, তাহলে সেটা জেলের মধ্যে থেকেই করতে হবে ।"

একই সঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার নিয়েও কটাক্ষ করেছেন ৷ তাঁর কথায়, ‘‘ক’টা মাত্র টাকার পাহাড় দেখেছেন সাধারণ মানুষ ৷ এবার তো পাহাড়ের পর পাহাড় দেখবে ।’’

এই বিষয়ে তিনি আরও বলেন, "সাধারণ মানুষ কি বোকা নাকি ? তাঁরা সবকিছু জানেন । এই কেস তো নরেন্দ্র মোদি বা আমরা করিনি । সাধারণ মানুষ করেছেন । এসএসসি দুর্নীতি কাণ্ড (Bengal SSC Scam), গরু পাচার (Cattle Smuggling Case) বা কয়লা পাচারে (Coal Smuggling Case) যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, তা সবাই জানে । তাই সাধারণ মানুষের আইনের উপর আস্থা ফেরার জন্য এটা হওয়া জরুরি ছিল ।"

এবার জেলে বসেই মমতাকে মন্ত্রিসভার বৈঠক করতে হবে, কটাক্ষ দিলীপের

অন্যদিকে তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও তোপ দাগেন ৷ বলেন, "অনুব্রত মণ্ডলের এলাকায় 700-র ওপরে গাঁজার কেস হয়েছে । এরা কারা । এরা আমাদের দলেরই কর্মী বা আর মানুষ । যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদেরকেই গাঁজা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা তাদের বাড়ি ছাড়া, দেশছাড়া করা হয়েছে । এসএসসিতে চাকরি পাওয়ার জন্য মানুষজন ঘরবাড়ি জমি গয়না সব বিক্রি করে আজ সর্বস্বান্ত হয়ে পথে বসে রয়েছেন । হাজার হাজার লোক চোখের জল ফেলেছেন । তাঁদের এই চোখের জলের দাম তো দিতেই হবে । এই অপরাধের প্রায়শ্চিত্ত করতেই হবে ।"

আরও পড়ুন :অনুব্রতর অনুপস্থিতিতে সংগঠনের দায়িত্বে কে ? শীঘ্রই বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে অভিষেক

Last Updated : Aug 12, 2022, 4:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details