ETV Bharat / entertainment

27 বছর পর কথা রাখছেন সানি দেওল, পর্দায় আসছে 'বর্ডার 2' - Border 2

Border 2 Announcement: দেশবাসী যখন নিশ্চিন্তে ঘুমোয়, সীমান্তে তখন কড়া প্রহরা দেন বীর জওয়ানরা ৷ 1997 সালে জওয়ানদের সেই জীবনী পর্দায় তুলে ধরেন পরিচালক জেপি দত্তা ৷ মুক্তি পায় 'বর্ডার' ৷ 27 বছর পর ভারতের সবচেয়ে বড় যুদ্ধের ছবির সিক্যুয়েল আসতে চলেছে পর্দায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 5:21 PM IST

Border 2 Announcement
আসছে 'বর্ডার 2' (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 13 জুন: মাঝে ধূ ধূ বালি ৷ একপ্রান্তে প্রহরায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ৷ অন্যপ্রান্তে শত্রু দেশ পাকিস্তান ৷ 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সীমান্তবর্তী লঙ্গেওয়ালায় যুদ্ধের কাহিনি তুলে ধরেছিলেন পরিচালক জেপি দত্তা, তাঁর 'বর্ডার' সিনেমায় ৷ 1997 সালে মুক্তি পাওয়া 'বর্ডার'-এ অভিনয় করেছিলেন সানি দেওল থেকে জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, তরুণ অক্ষয় খান্না, টাবু, রাখী, এবং পূজা ভাট ৷

নয়ের দশকে সিনেমাটি মুক্তি পাওয়া মাত্র ব্যাপক হিট করেছিল ৷ এবার আসছে সিক্যুয়েল 'বর্ডার 2' ৷ ঘোষণা করেছেন স্বয়ং সানি ৷ সম্প্রতি তাঁর 'গদর 2'- বক্সঅফিসে সুপার সাকসেস পেয়েছে ৷ এবার অভিনেতা সানি দেওলকে দেখা যাবে 1997 সালের এই ক্লাসিক ছবির সিক্যুয়েলে ৷ চলতি সময়কে মাথায় রেখে আসছে 'বর্ডার 2' ৷ সোশাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করেছেন সানি দেওল ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'বর্ডার 2' ছবির কথা ঘোষণা করেছেন মেজর কুলদীপ সিং চন্দপুরী ৷

এদিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে 27 বছর আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা শোনানো হয়েছে ৷ অডিয়োতে সানি দেওলের কণ্ঠে শোনা যায়, "একজন ফৌজি 27 বছরের পুরনো প্রতিশ্রুতি পূরণ করতে ফের আসছেন ৷ ভারতের সবচেয়ে বড় যুদ্ধের ছবি বর্ডার 2 ৷" ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, জেপি দত্তা ও নিধি দত্তা ৷

'বর্ডার 2' পরিচালনা করবেন পরিচালক অনুরাগ সিং ৷ এর আগে পরিচালকের চর্চিত ছবির মধ্যে রয়েছে অক্ষয় কুমার অভিনীত কেশারি ৷ তালিকায় রয়েছে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত পাঞ্জাবি সিনেমা 'পাঞ্জাব 1984' ৷ এছাড়াও 'পাঞ্জাবি রম-কম জাট অ্যান্ড জুলিয়েট' ছবিও পরিচালনা করেছেন অনুরাগ ৷ 1997 সালে মুক্তি পাওয়া 'বর্ডার'-এ ছিল একাধিক তারকা ৷ ছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না, টাবু, রাখী, এবং পূজা ভাট-সহ আরও অনেকে ৷

অন্যদিকে, 'বর্ডার 2'-এ আয়ুষ্মান খুরানার অভিনয় করার কথাও শোনা যাচ্ছে ৷ যদিও প্রযোজক টিমের তরফ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি ৷ 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয় বর্ডার ছবিতে ৷ ছবি যেমন হিট হয়, তেমনই তার গানগুলি আজও সমান জনপ্রিয় ৷ 'বর্ডার 2'-এর পাশাপাশি সানি দেওলের আরও একটি সিনেমা রয়েছে চর্চায় ৷ রাজকুমার সন্তোশি অভিনীত আমির খানের প্রযোজনায় মুক্তির অপেক্ষায় 'লাহোর 1947' ৷ সানি দেওলের বিপরীতে দেখা যাবে প্রীতি জিন্টাকে ৷

হায়দরাবাদ, 13 জুন: মাঝে ধূ ধূ বালি ৷ একপ্রান্তে প্রহরায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ৷ অন্যপ্রান্তে শত্রু দেশ পাকিস্তান ৷ 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সীমান্তবর্তী লঙ্গেওয়ালায় যুদ্ধের কাহিনি তুলে ধরেছিলেন পরিচালক জেপি দত্তা, তাঁর 'বর্ডার' সিনেমায় ৷ 1997 সালে মুক্তি পাওয়া 'বর্ডার'-এ অভিনয় করেছিলেন সানি দেওল থেকে জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, তরুণ অক্ষয় খান্না, টাবু, রাখী, এবং পূজা ভাট ৷

নয়ের দশকে সিনেমাটি মুক্তি পাওয়া মাত্র ব্যাপক হিট করেছিল ৷ এবার আসছে সিক্যুয়েল 'বর্ডার 2' ৷ ঘোষণা করেছেন স্বয়ং সানি ৷ সম্প্রতি তাঁর 'গদর 2'- বক্সঅফিসে সুপার সাকসেস পেয়েছে ৷ এবার অভিনেতা সানি দেওলকে দেখা যাবে 1997 সালের এই ক্লাসিক ছবির সিক্যুয়েলে ৷ চলতি সময়কে মাথায় রেখে আসছে 'বর্ডার 2' ৷ সোশাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করেছেন সানি দেওল ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'বর্ডার 2' ছবির কথা ঘোষণা করেছেন মেজর কুলদীপ সিং চন্দপুরী ৷

এদিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে 27 বছর আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা শোনানো হয়েছে ৷ অডিয়োতে সানি দেওলের কণ্ঠে শোনা যায়, "একজন ফৌজি 27 বছরের পুরনো প্রতিশ্রুতি পূরণ করতে ফের আসছেন ৷ ভারতের সবচেয়ে বড় যুদ্ধের ছবি বর্ডার 2 ৷" ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, জেপি দত্তা ও নিধি দত্তা ৷

'বর্ডার 2' পরিচালনা করবেন পরিচালক অনুরাগ সিং ৷ এর আগে পরিচালকের চর্চিত ছবির মধ্যে রয়েছে অক্ষয় কুমার অভিনীত কেশারি ৷ তালিকায় রয়েছে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত পাঞ্জাবি সিনেমা 'পাঞ্জাব 1984' ৷ এছাড়াও 'পাঞ্জাবি রম-কম জাট অ্যান্ড জুলিয়েট' ছবিও পরিচালনা করেছেন অনুরাগ ৷ 1997 সালে মুক্তি পাওয়া 'বর্ডার'-এ ছিল একাধিক তারকা ৷ ছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না, টাবু, রাখী, এবং পূজা ভাট-সহ আরও অনেকে ৷

অন্যদিকে, 'বর্ডার 2'-এ আয়ুষ্মান খুরানার অভিনয় করার কথাও শোনা যাচ্ছে ৷ যদিও প্রযোজক টিমের তরফ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি ৷ 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয় বর্ডার ছবিতে ৷ ছবি যেমন হিট হয়, তেমনই তার গানগুলি আজও সমান জনপ্রিয় ৷ 'বর্ডার 2'-এর পাশাপাশি সানি দেওলের আরও একটি সিনেমা রয়েছে চর্চায় ৷ রাজকুমার সন্তোশি অভিনীত আমির খানের প্রযোজনায় মুক্তির অপেক্ষায় 'লাহোর 1947' ৷ সানি দেওলের বিপরীতে দেখা যাবে প্রীতি জিন্টাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.