ETV Bharat / sports

দুরন্ত প্রত্যাবর্তনে কিউয়ি 'বধ' ক্যারিবিয়ানদের, কঠিন হল উইলিয়ামসনদের সুপার এইটের যাত্রা - T20 World Cup 2024

T20 World Cup 2024: টি20 বিশ্বকাপের সুপার এইটে কোয়ালিফাই করল ওয়েস্ট ইন্ডিজ ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেল ক্যারিবিয়ানরা ৷ অন্যদিকে, নিউজিল্যান্ডের সুপার এইটের রাস্তা আজকের হারে আরও কঠিন হয়ে গেল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 6:02 PM IST

ETV BHARAT
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাচ জেতানো ইনিংস শেরফেন রাদারফোর্ডের ৷ (ছবি- ওয়েন্ডিজ ক্রিকেট এক্স হ্যান্ডেল)

ত্রিনিদাদ, 13 জুন: মাত্র 30 রানে 5 উইকেট হারিয়েও দুরন্ত কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 13 রানের গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল রভম্যান পাওয়েলের দল ৷ সেই সঙ্গে টি-20 বিশ্বরকাপের পরের রাউন্ডে অর্থাৎ, সুপার এইটে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ মূলত মিডল-অর্ডার ব্যাটার শেরফেন রাদারফোর্ডের 68 রানের ইনিংসে ভর করে ম্যাচে ফেরে তারা ৷ বাকিটা ক্যারিবিয়ান পেস ও স্পিন বিভাগ সামলে নেয় ৷ 150 রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস 136 রানেই আটকে যায় ৷

টি20 বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে সুপার এইটে কোয়ালিফাই করল ওয়েস্ট ইন্ডিজ ৷ বৃহস্পতিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ তাঁর সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল ৷ ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং লকি ফার্গুসনদের পেস ও স্যুইংয়ের সামনে তাসেরঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল-অর্ডার ৷ পাওয়ার প্লে-তে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল ৷ পাওয়ার প্লে'তে 6 ওভারে 4 উইকেটে 22 রান তোলেন পাওয়েলরা ৷ এমনকি একটা সময় 11 ওভারে 58 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৷

সেখান থেকে ক্যারিবিয়ান ইনিংসের হাল ধরেন শেরফেন রাদারফোর্ড এবং আন্দ্রে রাসেল ৷ ড্রেরাস 7 বলে 14 রানের ইনিংস খেলে আউট হলেও, তাঁর ইনিংস ওয়েস্ট ইন্ডিজের রানরেট বাড়াতের সাহায্য করে ৷ বাকি কাজটা শেরফেন রাদারফোর্ডের 39 বলে 68 রানের ইনিংস করে দেয় ৷ একটা সময় একশোর গণ্ডি পেরনো কঠিন মনে হলেও, ওয়েস্ট ইন্ডিজ 20 ওভার 9 উইকেট হারিয়ে 149 রান তোলে ৷ নিউজিল্যান্ডের হয়ে বোল্ট 3 উইকেট. সাউদি ও ফার্গুসন 2টি এবং জিমি নিশাম ও স্যান্টনার 1টি করে উইকেট নেন ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানতে...

তবে, ওয়েস্ট ইন্ডিজের সামনে 149 রান ডিফেন্ড করা বেশ কঠিন ছিল ৷ কারণ, মাঠে শিশির পড়ায় আউটফিল্ড, পিচ অনেক বেশি ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছিল ৷ সঙ্গে বল ভিজে যাওয়ায়, পেসার ও স্পিনারদের পক্ষে, তা গ্রিপ করা কঠিন ছিল ৷ কঠিন পরিস্থিতির মধ্যেও 149 রান ডিফেন্ড করেন আকিল হুসেন, আলজারি জোসেফ এবং গুডাকেশ মোতি ৷ শুরুটা করেছিলেন আকিল হুসেন ৷ ওপেনার ডেভন কনওয়ে (5)-কে ফেরান তিনি ৷ এরপর গুডাকেশ মোতি এবং আলজারি জোসেফ কিউয়ি ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন ৷ কেন উইলিয়ামসন (1) এবং রাচিন রবীন্দ্রর (10) উইকেট তুলে নেন মোতি ৷ এরপর আলজারি জোসেফ ফিন অ্যালেন গ্লেন ফিলিপসদের (40 রান) প্যাভিলিয়নে পাঠান ৷

মাত্র 136 রানেই থেমে যায় নিউজিল্যান্ড ৷ ম্যাচের সেরা হয়েছেন শেরফেন রাদারফোর্ড ৷ এই ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের পক্ষে সুপার এইটের রাস্তা কঠিন হয়ে গেল ৷ তাদের উগান্ডা ও পাপুয়া নিউ গিনির ম্যাচ যেমন জিততে হবে, তেমনই আফগানিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে ৷ আফগানরা এই মুহূর্তে দু'ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে ৷ ফলে আর এক ম্যাচ জিতলেই রশিদ খানের দল গ্রুপ সি থেকে পরের রাউন্ডে চলে যাবে ৷ সেখানেই নিউজিল্যান্ড আফগানিস্তানের বিরুদ্ধে হেরে থাকায় কেন উইলিয়ামসনদের সুপার এইটের যাত্রা কার্যত শেষ বললেই চলে ৷

ত্রিনিদাদ, 13 জুন: মাত্র 30 রানে 5 উইকেট হারিয়েও দুরন্ত কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 13 রানের গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল রভম্যান পাওয়েলের দল ৷ সেই সঙ্গে টি-20 বিশ্বরকাপের পরের রাউন্ডে অর্থাৎ, সুপার এইটে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ মূলত মিডল-অর্ডার ব্যাটার শেরফেন রাদারফোর্ডের 68 রানের ইনিংসে ভর করে ম্যাচে ফেরে তারা ৷ বাকিটা ক্যারিবিয়ান পেস ও স্পিন বিভাগ সামলে নেয় ৷ 150 রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস 136 রানেই আটকে যায় ৷

টি20 বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে সুপার এইটে কোয়ালিফাই করল ওয়েস্ট ইন্ডিজ ৷ বৃহস্পতিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ তাঁর সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল ৷ ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং লকি ফার্গুসনদের পেস ও স্যুইংয়ের সামনে তাসেরঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল-অর্ডার ৷ পাওয়ার প্লে-তে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল ৷ পাওয়ার প্লে'তে 6 ওভারে 4 উইকেটে 22 রান তোলেন পাওয়েলরা ৷ এমনকি একটা সময় 11 ওভারে 58 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৷

সেখান থেকে ক্যারিবিয়ান ইনিংসের হাল ধরেন শেরফেন রাদারফোর্ড এবং আন্দ্রে রাসেল ৷ ড্রেরাস 7 বলে 14 রানের ইনিংস খেলে আউট হলেও, তাঁর ইনিংস ওয়েস্ট ইন্ডিজের রানরেট বাড়াতের সাহায্য করে ৷ বাকি কাজটা শেরফেন রাদারফোর্ডের 39 বলে 68 রানের ইনিংস করে দেয় ৷ একটা সময় একশোর গণ্ডি পেরনো কঠিন মনে হলেও, ওয়েস্ট ইন্ডিজ 20 ওভার 9 উইকেট হারিয়ে 149 রান তোলে ৷ নিউজিল্যান্ডের হয়ে বোল্ট 3 উইকেট. সাউদি ও ফার্গুসন 2টি এবং জিমি নিশাম ও স্যান্টনার 1টি করে উইকেট নেন ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানতে...

তবে, ওয়েস্ট ইন্ডিজের সামনে 149 রান ডিফেন্ড করা বেশ কঠিন ছিল ৷ কারণ, মাঠে শিশির পড়ায় আউটফিল্ড, পিচ অনেক বেশি ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছিল ৷ সঙ্গে বল ভিজে যাওয়ায়, পেসার ও স্পিনারদের পক্ষে, তা গ্রিপ করা কঠিন ছিল ৷ কঠিন পরিস্থিতির মধ্যেও 149 রান ডিফেন্ড করেন আকিল হুসেন, আলজারি জোসেফ এবং গুডাকেশ মোতি ৷ শুরুটা করেছিলেন আকিল হুসেন ৷ ওপেনার ডেভন কনওয়ে (5)-কে ফেরান তিনি ৷ এরপর গুডাকেশ মোতি এবং আলজারি জোসেফ কিউয়ি ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন ৷ কেন উইলিয়ামসন (1) এবং রাচিন রবীন্দ্রর (10) উইকেট তুলে নেন মোতি ৷ এরপর আলজারি জোসেফ ফিন অ্যালেন গ্লেন ফিলিপসদের (40 রান) প্যাভিলিয়নে পাঠান ৷

মাত্র 136 রানেই থেমে যায় নিউজিল্যান্ড ৷ ম্যাচের সেরা হয়েছেন শেরফেন রাদারফোর্ড ৷ এই ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের পক্ষে সুপার এইটের রাস্তা কঠিন হয়ে গেল ৷ তাদের উগান্ডা ও পাপুয়া নিউ গিনির ম্যাচ যেমন জিততে হবে, তেমনই আফগানিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে ৷ আফগানরা এই মুহূর্তে দু'ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে ৷ ফলে আর এক ম্যাচ জিতলেই রশিদ খানের দল গ্রুপ সি থেকে পরের রাউন্ডে চলে যাবে ৷ সেখানেই নিউজিল্যান্ড আফগানিস্তানের বিরুদ্ধে হেরে থাকায় কেন উইলিয়ামসনদের সুপার এইটের যাত্রা কার্যত শেষ বললেই চলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.