পশ্চিমবঙ্গ

west bengal

CRPF vigil at SSC office: এসএসসি ভবনে সিআরপিএফ মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

By

Published : May 19, 2022, 1:54 PM IST

Updated : May 19, 2022, 3:25 PM IST

Bengal govt challenges HC order of CRPF vigil at SSC office
এসএসসি ভবনে সিয়ারপিএফ মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

এসএসসি ভবনের সামনে সিআরপিএফ মোতায়েন করার নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের (CRPF vigil at SSC office)৷ পার্থ চট্টোপাধ্যায়ের আপিল ফের শুনল না ডিভিশন বেঞ্চ (Bengal govt challenges HC order)৷

কলকাতা, 19 মে: এসএসসি ভবনের সামনে সিআরপিএফ মোতায়েন করার নির্দেশকে চ্যালেঞ্জ জানাল রাজ্য (CRPF vigil at SSC office)৷ এ দিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আপিল ফের শুনতে চাইল না ডিভিশন বেঞ্চ (Bengal govt challenges HC order)৷

এসএসসি ভবনের সামনে সিআরপিএফ মোতায়েন করার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছে রাজ্য সরকার । গতকাল মধ্যরাতে মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নজিরবিহীন ভাবে আদালতের শুনানি করে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে সিয়ারপিএফ মোতায়েন করার নির্দেশ দেন আজ বেলা 1টা পর্যন্ত ।

মামলাকারীদের আশঙ্কা ছিল, তড়িঘড়ি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করায় এবং নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ার ফলে নিয়োগ সংক্রান্ত নথি নষ্ট করা হতে পারে । তার প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে সিআরপিএফ মোতায়েন থাকবে এবং কেউ সেখানে ঢুকতে বা সেখান থেকে বেরতে পারবেন না ।

আরও পড়ুন:SSC Recruitment Case : হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে প্রহরায় কেন্দ্রীয় বাহিনী

পাশাপাশি সমস্ত সিসিটিভি ফুটেজ আদালতে আজ বেলা 12টায় জমা করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি । যদিও সকালে বিচারপতি তাঁর নির্দেশে সামান্য সংশোধন করে জানান, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও স্টেনোগ্রাফার অফিসে ঢুকতে পারবেন । বিচারপতির এই নির্দেশের বিরুদ্ধেই আপিল করে রাজ্য ।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশের বিরুদ্ধে আজ ফের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবীরা । কিন্তু মামলা শুনবেন না বলে ছেড়ে দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ।

বিচারপতি হরিশ ট্যান্ডন এর আগেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করতে চাননি ।আজ ফের পার্থ চট্টোপাধ্যায়ের দায়ের করা আপিল ব্যক্তিগত কারণ দেখিয়ে না শুনে ছেড়ে দিল বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ।

Last Updated :May 19, 2022, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details