ETV Bharat / state

SSC Recruitment Case : হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে প্রহরায় কেন্দ্রীয় বাহিনী

author img

By

Published : May 19, 2022, 7:09 AM IST

Updated : May 19, 2022, 8:19 AM IST

Calcutta High Court on SSC
এসএসসি দফতর ঘিরতে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ হাইকোর্টের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে বুধবারই সিবিআইয়ের সামনে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee appears before CBI) ৷

কলকাতা, 19 মে : তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা । আর সে কারণেই কলকাতায় স্কুল সার্ভিস কমিশনের দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার রাতে এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ নির্দেশ অনুযায়ী, বুধবার মধ্যরাত 12.30 থেকে বৃহস্পতিবার বেলা 1টা পর্যন্ত এসএসসি দফতর ঘিরে রাখবে কেন্দ্রীয় বাহিনী (Calcutta High Court orders CRPF to take over security of SSC Office) ৷

বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেন ৷ তাঁর জায়গায় পদে নতুন চেয়ারম্যানকে বসিয়ে এসএসসির নিয়োগ সংক্রান্ত নথি নষ্ট করা হতে পারে এই আশঙ্কায় রাতেই জরুরি ভিত্তিতে হাইকোর্টে শুনানির আবেদন করেন চাকরিপ্রার্থীরা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা শুনবেন বলে জানান । তারপরেই শুরু হয় এই আবেদনের শুনানি ৷

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর অবধি এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন : গেলেন না নাকতলার বাড়িতে, সিবিআই জেরার পর পার্থ-র গন্তব্য কোথায় ?

স্কুল সার্ভিস কমিশনের অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সমস্ত নথি সংরক্ষণের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা । প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আর্জিও জানান হয় । বিচারপতি রাতেই ভার্চ্যুয়াল শুনানিতে হাজির হন । মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন ৷ তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আপাতত বৃহস্পতিবার বেলা 1টা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দখল নেবে স্কুল সার্ভিস কমিশনের অফিসের । যাতে কেউ সেখানে ঢুকতে বা বেরতে না পারে তা নিশ্চিত করতে হবে ৷ একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এই সময়কালের মধ্যে বাইরে থেকে কেউ যে এসএসসি দফতরে প্রবেশ করেননি তার প্রমাণ হিসেবে এখানকার সিসিটিভি ফুটেজও আদালতে জমা দিতে হবে ৷ কমিশনের সচিব আজ দুপুর 12টায় সেই ফুটেজ আদালতে জমা দেবেন ৷

Last Updated :May 19, 2022, 8:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.