পশ্চিমবঙ্গ

west bengal

Babul Supriyo : স্বপনের টুইট বাণে কড়া প্রতিক্রিয়া বাবুলের

By

Published : Sep 19, 2021, 3:27 PM IST

Babul Supriyo and Swapan Dasgupta fighting on twitter

বাবুল সুপ্রিয় বিজেপি-র সঙ্গ ছাড়ায় ‘ব্যথিত’ স্বপন দেবনাথ ৷ একইসঙ্গে তাঁর মত, বাবুলকে নিয়ে কর্মী-সমর্থকদের রাগ একেবারেই অমূলক নয় ৷ স্বপন মনে করেন, এভাবে শিবির বদল করে বাবুল নিজের ভাবমূর্তি নষ্ট করছেন ৷ পাল্টা বিজপি-র ভাবমূর্তি নিয়েই প্রশ্ন তুলে স্বপনকে খোঁচা দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর :রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর (Swapan Dasgupta) সঙ্গে টুইট যুদ্ধে জড়ালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ মন্তব্য, পাল্টা মন্তব্যে ভরে উঠল মাইক্রো ব্লগিং সাইটের দেওয়াল ৷ শনিবার দুপুরে সকলকে অবাক করে তৃণমূল কংগ্রেসে (All India Trinamool Congress) যোগদান করেন রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ নিতে চলা বাবুল ! আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুরু হয় ঠাট্টা, তামাশা ৷ কেউ কেউ আবার কঠোরভাবেই বাবুলের সমালোচনা করেন ৷ এই সমালোচকদের অন্যতম প্রবীণ বিজেপি নেতা তথা দলের রাজ্যসভার সাংসদ স্বপন দেবনাথ ৷ যতক্ষণ স্বপন বাবুলের তৃণমূলের যোগদান নিয়ে হা-হুতাশ করছিলেন, ততক্ষণ সবকিছু ঠিকই ছিল ৷ কিন্তু, যেই মুহূর্তে তিনি বাবুলের সমালোচনা শুরু করেন, পাল্টা জবাব দিতে দেরি করেননি বাবুলও ৷

আরও পড়ুন :Babul-Jitendra : বাবুল সুপ্রিয় রাজনীতিতে ফেরায় ‘ভাল লাগছে’ জিতেন্দ্রর

বাবুলের তৃণমূলের যোগদানের খবর প্রকাশ্যে আসার পরই তাঁর বিজেপি-ত্যাগের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেন স্বপন ৷ তিনি লেখেন, ‘‘রাজনীতিতে পুনরায় পা দেওয়ার জন্য বাবুল বিজপি-কে ছেড়ে যাওয়ায় আমি ব্যথিত ৷ ভবিষ্যতে কী হবে, তা আমি বলতে পারব না ৷ তবে তিনি বিজেপি-র সম্পদ ছিলেন ৷ এবং ব্যক্তিগতভাবে তাঁর কাজের জন্য আমি তাঁকে অত্যন্ত পছন্দ করি ৷ আমরা, যাঁরা বিজেপি-র সঙ্গে সারাজীবনের জন্য সম্পর্কে জড়িয়েছি, তাঁদের লড়াই চলবেই, তা সে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন ৷’’

স্বপনের এই টুইটে তিনি বাবুলের প্রতি খুব বেশি আক্রমণাত্মক না হলেও ঘুরিয়ে গায়ক-রাজনীতিককে খোঁচা দিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ প্রতিকূল সময়ে দলের পাশে থাকার বদলে চটজলদি শিবির বদলেছেন বাবুল সুপ্রিয় ৷ তাঁর এই আচরণ যে অনভিপ্রেত, টুইটে সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন রাজ্যসভার সাংসদ ৷ বুঝিয়ে দিয়েছেন, বাবুলের মতো লোকেরা বিজেপি-র সঙ্গ ত্যাগ করলেও তাঁর (স্বপনের) মতো মানুষজন দলের হয়ে লড়াই চালিয়ে যাবেন ৷ তবে কি বাবুলের সঙ্গে তুলনা টেনে নিজেকে সাচ্চা বিজেপি হিসাবে প্রমাণের চেষ্টা করেছেন স্বপন ? প্রশ্ন তুলেছেন বাবুলের রাজনৈতিক নৈতিকতা নিয়ে ?

পরবর্তী একটি টুইটে অবশ্য খুব বেশি রাখঢাক করেননি স্বপন দেবনাথ ৷ সোজাসুজি আক্রমণ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীকে ৷ তিনি লিখেছেন, ‘‘বাবুলকে নিয়ে কর্মী-সমর্থকদের রাগ যথার্থ ৷ কিছু মানুষ যেভাবে দলবদল করছেন, তাতে আমজনতা বিরক্ত ৷ প্রতিকূলতাকে হজম করতে শেখা এবং ধৈর্য সহকারে অপেক্ষা করা রাজনীতির অঙ্গ ৷ দুর্ভাগ্যের বিষয় হল, বাবুলের খুব তাড়া ছিল ৷ তবে এতে হয়ত তিনি নিজের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করবেন ৷’’

এরপর আর চুপ করে বসে থাকতে পারেননি বাবুল সুপ্রিয় ৷ মার্জিতভাবেই স্বপনকে কটাক্ষ করেছেন তিনি ৷ পাল্টা টুইটে বাবুল লিখেছেন, ‘‘রাগ অবশ্যই যথার্থ ৷ কিন্তু, দাদা সেটা আমার ক্ষেত্রেও খাটে ৷ এটা সম্ভাব্যই ছিল ৷ এবং অন্যায়ও ৷ কিন্তু, আমি সবটাই মেনে নিয়েছিলাম ৷ যখন দলে ‘বহিরাগত’দের জায়গা করে দেওয়া হচ্ছিল, তখন এই বাবুলই সর্বসমক্ষে প্রতিবাদ করেছিল ৷ সেক্ষেত্রে কী বলবেন ? তখন কি বিজেপি-র ভাবমূর্তি নষ্ট হয়নি ? যে সমর্থকরা এইসব বহিরাগতদের জন্য কোণঠাসা হয়ে পড়েছেন, তাঁদের গিয়ে এই প্রশ্ন করুন ৷’’

আরও পড়ুন :Babul Supriyo-Mahua Moitra : তিক্ততা ভুলে সৌজন্য বিনিময় মহুয়া-সুপ্রিয়'র

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকেই বাবুল নিজের সিদ্ধান্তের স্বপক্ষে একের পর এক যুক্তি সাজিয়ে গিয়েছেন ৷ তাঁর দাবি, মন থেকেই রাজনীতি ছাড়তে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু, শেষ কয়েক দিনে মতবদল করে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নেন ৷ যা মানতে নারাজ সমালোচকরা ৷ তাঁদের পাল্টা যুক্তি, আসলে মন্ত্রিত্ব খুইয়েই স্বার্থে ঘা লেগেছে বাবুলের ৷ উপরন্তু, একুশের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে তৃণমূলের ওজন আরও বেড়েছে ৷ পাশাপাশি, চব্বিশের সাধারণ নির্বাচনের আগে জাতীয়স্তরেও একেবারে সামনের সারিতে উঠে আসার চেষ্টা করছেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ দলকে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলতে গোটা দেশে পরিচিত মুখগুলিকে মমতা কাজে লাগাতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের ৷ তাছাড়া, রাজ্যে একাধিক আসনে বিধানসভা উপনির্বাচন আসন্ন ৷ সেখানেও হেভিওয়েটদের জায়গা করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, রাজ্য ও দেশের বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই তৃণমূলে নাম লিখিয়েছেন বাবুল ৷ কারণ, সেক্ষেত্রে তাঁর কপালে ভারী কোনও পদ জুটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ৷ বস্তুত, বিজেপিশিবিরও এমনটাই মনে করছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ আর তার জেরেই চলছে রাজনৈতিক আক্রমণ ও পাল্টা জবাব দেওয়ার পালা ৷

ABOUT THE AUTHOR

...view details