পশ্চিমবঙ্গ

west bengal

Police to install CCTV : ক্রমাগত হুমকি ! কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মীর বাড়ির চারপাশে বসছে সিসিটিভি

By

Published : Dec 1, 2021, 1:10 PM IST

lalbazar
lalbazar

ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদাকে ৷ প্রথমে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও এবার ওই কর্মীর বাড়িতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ ৷

কলকাতা, 1 ডিসেম্বর : কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর পর নাকি লাগাতার হুমকি পাচ্ছেন তাঁর দাদা বিশ্বজিৎ সরকার । এই মর্মে ইতিমধ্যেই সিবিআই এবং আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি । তবে আদালতের কাছে কলকাতা পুলিশের বক্তব্য ছিল অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিতের অভিযোগ একেবারেই ভিত্তিহীন ।কিন্তু এবার সিবিআইয়ের তরফে সরাসরি চিঠি এসে পৌঁছাল কলকাতা পুলিশের কাছে ৷ চিঠি মারফত কাঁকুড়গাছির ওই পরিবারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে ।

চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার । তড়িঘড়ি নেওয়া হল ব্যবস্থা । কলকাতা পুলিশ সূত্রে খবর, মৃত বিজেপি কর্মীর কাঁকুড়গাছির বাড়ির চারপাশে বসছে সিসিটিভি (Police to install CCTV at dead bjp worker's house)। পাশাপাশি মৃত বিজেপি কর্মীর দাদার অভিযোগ ছিল তাঁকে নারকেলডাঙ্গা থানার ওসি এবং এলাকার কয়েকজন প্রভাবশালী মিলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন । ক্রমাগত বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাঁকে ৷

আরও পড়ুন : পুরভোটের আগে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের

ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানা এবং মানিকতলা থানায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিক কাঁকুড়গাছির ওই বিজেপি কর্মীর বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন । কোথায় কোথায় সিসিটিভিগুলি বসানো যায় সেগুলিও দেখেন আধিকারিকরা (Police to install CCTV) । সিবিআই ভোট পরবর্তী হিংসার তদন্তে নামার পর কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয়েছে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

ABOUT THE AUTHOR

...view details