ETV Bharat / state

ক্যানসার আক্রান্ত কর্মীকে 'মার' তৃণমূলের, প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সিপিএমের - Lok Sabha Election 2024

CPM Worker Allegedly Attacked in Patuli: পাটুলিতে ক্যানসার আক্রান্ত কর্মীকে মারধর ৷ তার জেরে থানা ঘেরাও করল সিপিএম ৷ নেতৃত্বে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী সৃজন ভট্টাচার্য ৷ যারা হামলা করেছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি বামেদের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 5:01 PM IST

Updated : May 18, 2024, 5:26 PM IST

CPM Worker Allegedly Attacked in Patuli
তৃণমূলের প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সিপিএমের (নিজস্ব চিত্র)

কলকাতা, 18 মে: পাটুলি এলাকার বাসিন্দা বছর 57-র সিপিএম কর্মী অভীক চৌধুরী। তিনি ক্যানসারে আক্রান্ত। তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাটুলি থানা ঘেরাও করল সিপিএম। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করা হল ৷ স্মারকলিপি দিলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

ঘটনার সূত্রপাত শুক্রবার সৃজন ভট্টাচার্যর সমর্থনে সিপিএমের পাটুলি এলাকায় পথসভা করা নিয়ে। ওই পথসভার উপলক্ষ্যে এলাকার আশপাশে একাধিক মাইক ও লাইট লাগানো হয়। সিপিএমের অভিযোগ, পথসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এলাকার তৃণমূল দুষ্কৃতীরা। তারা এলাকায় সিন্ডিকেট চালায়। নির্মাণ কাজ দেখাশোনার করেন। এরপর এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএম কর্মীরা হইচই শুরু করলে দুই পক্ষের মধ্যে বচসা উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

বিদ্যুতের সংযোগ ফিরে আসে। পথসভা থেকে বক্তারা সেই ঘটনার তীব্র নিন্দা করেও আক্রমণ করেন। ঝামেলা সাময়িক মিটলেও, উত্তেজনা ফের ছড়ায়। অভিযোগ, পথসভা শেষে ফের বচসা বাঁধলে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মী অভীক চৌধুরীকে বেধড়ক মারধর করে তৃণমূল দুষ্কৃতীরা।
শনিবার দুপুরে তার প্রতিবাদে পাটুলি থানার সামনের রাস্তা অবরোধ করেন সিপিএম কর্মীরা। ঝান্ডা নিয়ে থানার সামনে রাস্তায় বসেও পড়েন তাঁরা। থানা ঘেরাও করে চলে প্রতিবাদ। মারধরে অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।

ঘটনাস্থলে যান যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি থানায় ঢুকে আধিকারিকদের সঙ্গে দেখা করেন। পাশাপশি স্মারকলিপি দেন। অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবিও জানান। বাইরে বেরিয়ে সিপিএম প্রার্থী বলেন, "এটা যাদবপুর। এমন ঘটনা মানুষ বার বার সহ্য করবে না। এলাকায় অপরাধীদের চিহ্নিত করে আগে থেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যাতে মানুষ ভোট দিতে পারেন। সমস্ত রাজনৈতিক দলকে তাদের কাজ করতে দিতে হবে। পুলিশ উপযুক্ত ভূমিকা নিক। "

আরও পড়ুন:

  1. যাদবপুরের সৃজন কোটিপতি ! বাড়ি থেকে এফডি সবই আছে 'সর্বহারার' নেতার
  2. 'মুখ্যমন্ত্রীকে অপমান করতে গিয়ে ছোট হয়েছে বাংলা', খোঁচা সায়নীর
  3. 'সৃজন চোখে পড়ার মতো কোনও প্রার্থীই নয়', দাবি সায়নীর

কলকাতা, 18 মে: পাটুলি এলাকার বাসিন্দা বছর 57-র সিপিএম কর্মী অভীক চৌধুরী। তিনি ক্যানসারে আক্রান্ত। তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাটুলি থানা ঘেরাও করল সিপিএম। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করা হল ৷ স্মারকলিপি দিলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

ঘটনার সূত্রপাত শুক্রবার সৃজন ভট্টাচার্যর সমর্থনে সিপিএমের পাটুলি এলাকায় পথসভা করা নিয়ে। ওই পথসভার উপলক্ষ্যে এলাকার আশপাশে একাধিক মাইক ও লাইট লাগানো হয়। সিপিএমের অভিযোগ, পথসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এলাকার তৃণমূল দুষ্কৃতীরা। তারা এলাকায় সিন্ডিকেট চালায়। নির্মাণ কাজ দেখাশোনার করেন। এরপর এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএম কর্মীরা হইচই শুরু করলে দুই পক্ষের মধ্যে বচসা উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

বিদ্যুতের সংযোগ ফিরে আসে। পথসভা থেকে বক্তারা সেই ঘটনার তীব্র নিন্দা করেও আক্রমণ করেন। ঝামেলা সাময়িক মিটলেও, উত্তেজনা ফের ছড়ায়। অভিযোগ, পথসভা শেষে ফের বচসা বাঁধলে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মী অভীক চৌধুরীকে বেধড়ক মারধর করে তৃণমূল দুষ্কৃতীরা।
শনিবার দুপুরে তার প্রতিবাদে পাটুলি থানার সামনের রাস্তা অবরোধ করেন সিপিএম কর্মীরা। ঝান্ডা নিয়ে থানার সামনে রাস্তায় বসেও পড়েন তাঁরা। থানা ঘেরাও করে চলে প্রতিবাদ। মারধরে অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।

ঘটনাস্থলে যান যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি থানায় ঢুকে আধিকারিকদের সঙ্গে দেখা করেন। পাশাপশি স্মারকলিপি দেন। অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবিও জানান। বাইরে বেরিয়ে সিপিএম প্রার্থী বলেন, "এটা যাদবপুর। এমন ঘটনা মানুষ বার বার সহ্য করবে না। এলাকায় অপরাধীদের চিহ্নিত করে আগে থেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যাতে মানুষ ভোট দিতে পারেন। সমস্ত রাজনৈতিক দলকে তাদের কাজ করতে দিতে হবে। পুলিশ উপযুক্ত ভূমিকা নিক। "

আরও পড়ুন:

  1. যাদবপুরের সৃজন কোটিপতি ! বাড়ি থেকে এফডি সবই আছে 'সর্বহারার' নেতার
  2. 'মুখ্যমন্ত্রীকে অপমান করতে গিয়ে ছোট হয়েছে বাংলা', খোঁচা সায়নীর
  3. 'সৃজন চোখে পড়ার মতো কোনও প্রার্থীই নয়', দাবি সায়নীর
Last Updated : May 18, 2024, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.