পশ্চিমবঙ্গ

west bengal

Helpline for Pregnant Women : গর্ভবতীদের জন্য 24 ঘণ্টার হেল্পলাইন চালু করলেন চেয়ারপার্সন

By

Published : Jun 3, 2022, 6:41 PM IST

গর্ভবতীদের পরিষেবা দিতে 24 ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগমের 10 নম্বর বরো (24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC) ৷ চেয়ারপার্সন জুঁই বিশ্বাস এই উদ্যোগ নিয়েছেন ৷ বরো অফিসে শুক্রবার করে 12টি ওয়ার্ডের নাগরিকরা

24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC
24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC

কলকাতা, 3 জুন : গর্ভবতীদের জন্য কলকাতা পৌরনিগমের 10 নম্বর বরোয় চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ৷ 9748973085-এই নম্বর 24 ঘণ্টা খোলা থাকবে ৷ 10 নম্বর বরো চেয়ারপার্সন জুঁই বিশ্বাসের উদ্যোগে সেখানকার 12টি ওয়ার্ডের সন্তানসম্ভবাদের জন্য এই হেল্পলাইন চালু হয়েছে (24 Hours Helpline for Pregnant Women in Borough 10 of KMC) ৷ জানা গিয়েছে, সরাসরি ওই ফোন নম্বরে যোগাযোগ করলে গর্ববতীদের যে কোনও ধরনের সমস্যার সমাধান পাওয়া যাবে ৷ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা, টেস্ট, বেডের ব্যবস্থা, ওষুধ এমনকি প্রয়োজনে গর্ভবতীর সঙ্গে বাড়ির লোক যেতে না পারলে, লোকবলের সাহায্য মিলবে ৷

এর পাশাপাশি আজ থেকে প্রতি শুক্রবার 10 নম্বর বরোর নাগরিকদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে ৷ বিকেল 5টা থেকে বরোর দফতরে প্রায় ঘণ্টাখানেক এই পরিষেবা পাওয়া যাবে ৷ সমস্যায় পড়লে মোটা টাকা খরচ করে ছুটতে হবে না কোনও আইনজীবীর চেম্বারে ৷ 10 নম্বর বরোয় এই পরিষেবার উদ্যোগ নিয়েছেন খোদ চেয়ারপার্সন জুঁই বিশ্বাস ৷ আইনি পরামর্শ দেবেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা ৷

গর্ভবতীদের পরিষেবা দিতে 24 ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগমের 10 নম্বর বরো

আরও পড়ুন : COVID 19 Cause Pregnancy Risks : উপসর্গহীন কোভিডও গর্ভবতীদের জন্য় মারাত্মক হতে পারে: গবেষণা

জুঁই বিশ্বাস এ বিষয় জানান, এই বরোর অধীনে থাকা 12টি ওয়ার্ডের বাসিন্দারা এই পরিষেবা পাবেন ৷ সাধারণ মানুষের বহু আইনি সমস্যা থাকে ৷ যা একজন কাউন্সিলরের পক্ষে মেটানো সম্ভব নয় ৷ যেখানে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদ থেকে শুরু করে, অপরাধ সংক্রান্ত আইনি সমস্যা অনেক কিছুই থাকে ৷ সেই সব সমস্যার সমাধানের জন্য পরামর্শ দেবেন আইনজীবীরা ৷ অনেক সময় সঠিক আইনজীবী না পাওয়ায় সমস্যায় পড়তে হয় নাগরিকদের ৷ শুধুমাত্র অর্থের কারণে যাতে, আইনি পরিষেবা থেকে কোনওভাবেই 10 নম্বর বরো এলাকার মানুষ বঞ্চিত না হন, শেই লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details