ETV Bharat / sukhibhava

COVID 19 Cause Pregnancy Risks : উপসর্গহীন কোভিডও গর্ভবতীদের জন্য় মারাত্মক হতে পারে: গবেষণা

author img

By

Published : Jun 2, 2022, 8:58 PM IST

উপসর্গহীন করোনাও গর্ভবতীদের দেহে প্রভাব ফেলতে পারে এবং এর ফলে প্রিটার্ম লেবার এবং প্রিক্ল্যাম্পসিয়া জাতীয় সমস্যাও তৈরি হতে পারে ৷ এছাড়া নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাকে নানা সমস্য়ার মুখোমুখি হতে হতে পারে ৷ এমনটাই বলছেন গবেষকরা ৷

COVID 19 Cause Pregnancy Risks
উপসর্গহীন কোভিডও গর্ভবতীদের জন্য় মারাত্মক হতে পারে : গবেষণা

হায়দরাবাদ : সম্প্রতি সেল রিপোর্টে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয়েছে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যাঁরা সম্পূর্ণ উপসর্গহীন বা সামান্য লক্ষণ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের ক্ষেত্রেও প্ল্যাসেন্টায় প্রদাহের লক্ষণ দেখা গিয়েছে ৷ এই গবেষণায় নেতৃত্ব দিয়েছিলেন মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এবং মলিকুলার জেনেটিক্স বিভাগের প্রধাণ ইলহেম মেসুদি ৷ মেসুদি বলেন,"এই গবেষণার আগে মনে করা হত যে এই ধরনের ঘটনা কেবল গুরুতর করোনা আক্রান্ত মহিলাদের ক্ষেত্রেই হতে পারে ৷ "

তিনি আরও জানান, এই গবেষণার পর এখন জানা গিয়েছে একেবারে হালকা সংক্রমণ যা রোগীও ধরতে পারেন না তাও মাতৃত্বের ক্ষেত্রে প্রভাব ফেলে ৷ প্ল্যাসেন্টায় এর খুব স্পষ্ট লক্ষণ পাওয়া যায় যে একটি সংক্রমণ হয়েছিল । তবে যেহেতু প্ল্যাসেন্টা বেড়ে উঠতে থাকা ভ্রুণটিকে যেকোনও ধরনের প্যাথোজেন এবং ভাইরাস থেকে রক্ষা করে তাই মায়ের থেকে শিশুর মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা খুবই বিরল ৷ তবে মায়ের ইমিউন সিস্টেম ভাইরাসের সঙ্গে কীভাবে লড়াই করছে সেটাই হল ভ্রুণের জন্য় বড় ঝুঁকির বিষয় ৷

মেসুদির মতে, প্ল্যাসেন্টার প্রদাহ যেহেতু ইমিউন প্রক্রিয়াকে ট্রিগার করে দেয় তাই এই সিস্টেম ঠিকমত কাজ না-করলে প্রিটার্ম লেবার এবং প্রিক্ল্যাম্পসিয়া জাতীয় সমস্যাও তৈরি হতে পারে ৷ এছাড়া নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাকে নানা সমস্য়ার মুখোমুখি হতে হতে পারে ৷ একক-কোষ আরএনএ-সিকোয়েন্সিং এবং মাল্টিকালার ফ্লো সাইটোমেট্রি ব্যবহার করে দলটি গর্ভবতী মায়েদের প্ল্যাসেন্টা টিস্যু এবং রক্তের প্রতিরোধক কোষগুলি বিশ্লেষণ করেছেন ৷ মূলত এই গর্ভবতী মায়েরা সকলেই উপসর্গহীন করোনায় আক্রান্ত ছিলেন ৷ কারও কারও মধ্যে ছিল সামান্য উপসর্গ ৷

আরও পড়ুন : প্রিয় কফিই কি হতে পারে ক্যানসারের কারণ ? জেনে নিন

ফলাফলগুলি দেখায় তাঁদের দেহে ভাইরাস সক্রিয় হতেই টি কোষগুলিও সক্রিয় হয়ে উঠেছিল এবং তারা ম্যাক্রোফেজ কোষের মাত্রা কমিয়ে দিতে শুরু করেছিল ৷ প্ল্যাসেন্টার ইমিউন কোষগুলিও এমনভাবে "পুনরায় যুক্ত" হয়েছিল যা টিস্যুগুলিকে প্রদাহপ্রবণ করে তুলেছিল। গবেষকদের আশা, তাঁদের এই গবেষণা আগামীতে মা ও শিশুর ওপর করোনার প্রভাব সংক্রান্ত যে কোনও গবেষণায় সহায়ক হিসেবে কাজ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.