পশ্চিমবঙ্গ

west bengal

Alternative Classroom : 'স্কুলে তালা, মগজে নয়', খোলা মাঠে বিকল্প ক্লাসরুম চালু এসএফআইয়ের

By

Published : Jan 29, 2022, 12:04 PM IST

Alternative Classroom

অন্যান্য সব ক্ষেত্র বিধিনিষেধের মধ্যে দিয়ে চালু করার পথে হাঁটলেও রাজ্যে বারংবার কোপ পড়ছে স্কুল-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ৷ প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুর্গাপুরে বিকল্প ক্লাসরুম চালু করল ভারতের ছাত্র ফেডারেশন (Alternative classrooms started in Durgapur)।

দুর্গাপুর, 29 জানুয়ারি : স্কুলে তালা পড়ুক, কিন্তু পড়ুয়াদের মগজে নয়। রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিরুদ্ধে এই মর্মে প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুর্গাপুরে বিকল্প ক্লাসরুম চালু করল ভারতের ছাত্র ফেডারেশন (Alternative classrooms started in Durgapur)। অন্যান্য সব ক্ষেত্র বিধিনিষেধের মধ্যে দিয়ে চালু করার পথে হাঁটলেও রাজ্যে বারংবার কোপ পড়ছে স্কুল-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ৷ মাঝে খুললেও ভাইরাসের সংক্রমণ রুখতে তৃতীয় ঢেউয়ে স্কুলের গেটে ফের তালা। প্রতিবাদে স্কুল খোলার দাবিতে রাজপথে আন্দোলন জোরালো হয়েছে, প্রতিবাদে মুখর হয়েছেন সমাজের এক শ্রেণীর মানুষ। কিন্তু রাজনীতির গেরোয় আটকে পড়েছে পড়ুয়াদের স্কুল খোলার স্বপ্ন।

এমতাবস্থায় দুর্গাপুর শহরে অভিনব আন্দোলনে সামিল হল এসএফআই ৷ শুক্রবার সকালে স্কুল খোলার দাবিকে জোরালো করে ইস্পাত নগরীর আকবর রোডে বস্তিবাসী পড়ুয়াদের নিয়ে বিকল্প ক্লাসরুম শুরু হল ছাত্র ফেডারেশনের উদ্যোগে। স্কুল খোলা না-পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে চালু থাকবে এই ক্লাসরুম। আর এই ক্লাসরুমের জন্য বেছে নেওয়া হয়েছে শহরের বিভিন্ন খোলা মাঠকে ৷ অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা ৷ ক্লাসরুমে পড়তে এসে খুশি পড়ুয়ারাও।

আরও পড়ুন : Paray Shikshalaya : রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে 7 ফেব্রুয়ারি থেকে 'পাড়ায় শিক্ষালয়'

উল্লেখ্য, স্কুল খোলার বিকল্প ভাবনা হিসেবে প্রাথমিকস্তরের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প চালু করেছে রাজ্য সরকার ৷ আগামী মাসের 7 তারিখ থেকে পথ চলা শুরু করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প ৷

ABOUT THE AUTHOR

...view details