পশ্চিমবঙ্গ

west bengal

Renu wants to meet Mamata : ‘তুমি মায়ের মতোই ভাল’, মমতাময়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান রেণু

By

Published : Jun 9, 2022, 7:03 PM IST

Updated : Jun 9, 2022, 8:58 PM IST

মায়ের মতো পাশে দাঁড়ানোর কথা শুনে রীতিমতো আপ্লুত রেণু এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন (Renu Khatun wants to meet Mamata Banerjee) ৷

Renu wants to meet Mamata Update
মমতাময়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান রেণু

দুর্গাপুর, 8 জুন : ‘‘আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই ।’’ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে রীতিমতো আপ্লুত রেণু খাতুন ৷ এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি (Renu Khatun wants to meet Mamata Banerjee) ৷

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন ৷ তিনি সরকারি নার্সের চাকরি পেয়েছেন ৷ কিন্তু চাকরি করলে তিনি সংসার করবেন এই সন্দেহের বশে তাঁর স্বামী হাত কেটে নেন ৷ বুধবার এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, মোট তিনভাবে রেণুকে সাহায্য করা হবে । প্রথমত, রেণুকে একটি কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি যেহেতু প্যানেলে তাঁর নাম 22 নম্বরে আছে, ফলে এক জায়গায় বসে তিনি কাজ করতে পারবেন, এমন কোনও কাজই তাঁকে দেওয়া হবে । আর তাঁর চিকিৎসার খরচ ফিরিয়ে দেওয়া হবে সরকারের তরফে ৷

তা শুনে রেণুও বলেছিলেন, ‘‘তিনি (মুখ্যমন্ত্রী) মায়ের মতো আমার কষ্ট, যন্ত্রণা অনুভব করেছেন । আমি চাই দোষীদের কঠোর শাস্তি ।’’ ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর থেকে রেনুর কাছে জানতে চাওয়া হয়েছে, কোথায় কিসের চাকরি করতে চান তিনি ? সেইমতো তাঁকে নিয়োগপত্রও পাঠানো হবে ৷

আরও পড়ুন : মায়ের মতো মুখ্যমন্ত্রী ‘হাত’ ধরায় আপ্লুত রেণু

রেনুর চিকিৎসা করছেন যে অর্থোপেডিক সার্জেন, তিনি জানান রেণুর সুস্থ হতে আরও 1 মাস লাগবে । তাঁকে কিছু শারীরিক ব্যায়াম করতে হবে । থেরাপি করাতে হবে । মুখ্যমন্ত্রী কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করবেন শুনে অত্যন্ত খুশী চিকিৎসক ।

Last Updated :Jun 9, 2022, 8:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details