পশ্চিমবঙ্গ

west bengal

Mahua Moitra: হিরানন্দানিকে প্রশ্ন করতে চান মহুয়া, চিঠি এথিক্স কমিটিকে

By PTI

Published : Nov 1, 2023, 2:22 PM IST

Updated : Nov 1, 2023, 2:53 PM IST

Mahua Moitra on Cash for Query Case: ঘুষ নিয়ে প্রশ্ন ইস্য়ুতে আগমিকাল, বৃহস্পতিবার (2 নভেম্বর) লোকসভার এথিক্স কমিটির কাছে হাজিরা দেবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ তার আগে বুধবার তিনি চিঠি লিখেছেন এথিক্স কমিটিকে ৷ তিনি ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে সরাসরি প্রশ্ন করতে চেয়ে চিঠিতে আবেদন জানিয়েছেন ৷

Mahua Moitra
Mahua Moitra

নয়াদিল্লি, 1 নভেম্বর: ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে সরাসরি প্রশ্ন করতে চান তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ বুধবার লোকসভার এথিক্স কমিটিকে চিঠি লিখে সেই কথাই জানিয়েছেন তিনি ৷ মহুয়ার বক্তব্য, তাঁকে প্রশ্ন করতে দেওয়া না হলে, সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে ৷

আগামিকাল, বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির কাছে তাঁর হাজিরা দেওয়ার কথা ৷ মহুয়ার বিরুদ্ধে ওঠা ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টি নিয়েই তদন্ত করছে লোকসভার এথিক্স কমিটি ৷ বুধবার তিনি সেই বিষয়েই চিঠি লেখেন সংশ্লিষ্ট কমিটিকে ৷ তাঁর চিঠিটি সোশাল মিডিয়া মারফত মহুয়া প্রকাশ্যে এনেছেন ৷ মহুয়ার অভিযোগ, তাঁকে তলব করা সংক্রান্ত পুরো বিষয়টি আগে থেকে কমিটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ৷ তাই তিনি যে চিঠি লিখেছেন, সেটা তিনি আগেই সংবাদমাধ্যমে জানিয়ে দিলেন ৷

চিঠিতে মহুয়া লিখেছেন যে আগামী 2 নভেম্বর তিনি এথিক্স কমিটির সামনে উপস্থিত হবেন ৷ আর তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে তা যে ভুল, সেটা প্রমাণ করবেন ৷ এই বিষয়ে এথিক্স কমিটির ফৌজদারি এক্তিয়ারের অভাব রয়েছে বলে তাঁর দাবি ৷ তাই তিনি কোনও তদন্তকারী সংস্থা দ্বারা তদন্তের উপর বেশি জোর দিয়েছেন ৷

পাশাপাশি এথিক্স কমিটির কাছে সব অভিযোগ স্বীকার করে ব্যবসায়ী দর্শন হিরানন্দানি যে হলফনামা জমা দিয়েছেন, সেই হলফনামায় প্রয়োজনীয় প্রমাণের অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ তাই তিনি এই বিষয়ে সরাসরি দর্শন হিরানন্দানিকে কমিটির সামনে প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন:2 তারিখ এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন, জানালেন মহুয়া

চিঠিতে মহুয়া লিখেছেন, "অভিযোগের গুরুত্ব বিচার করে, এটা অপরিহার্য যে অভিযুক্ত 'ঘুষদাতা' দর্শন হিরানন্দানি, যিনি কমিটির কাছে একটি 'স্বতঃপ্রণোদিত' হলফনামা দিয়েছেন এবং সেখানে কোনও প্রামাণ্য নথি নেই, তাঁকে জবানবন্দি দেওয়ার জন্য ডাকা হবে । কমিটির সামনে তাঁর ঘুষের পরিমাণ, তারিখ ইত্যাদি-সহ একটি নথিভুক্ত সামগ্রীগুলির প্রমাণ সরবরাহ করা উচিত ।"

তিনি আরও লিখেছেন, "আমি উল্লেখ করতে চাই যে প্রাকৃতিক ন্যায়বিচারের নীতিগুলি মেনে আমি হিরানন্দানিকে জেরা করার আমার অধিকার প্রয়োগ করতে চাই ৷" এটা না হলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে না বলেও ওই চিঠিতে দাবি করেছেন মহুয়া মৈত্র ৷

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তিনি এই নিয়ে প্রথমে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লেখেন ৷ সেই চিঠির প্রেক্ষিতেই বিষয়টি চলে যায় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷ তার পর বিষয়টি নিয়ে তদন্ত করছে ওই কমিটি ৷

এই নিয়ে এথিক্স কমিটি ইতিমধ্যেই নিশিকান্ত দুবেকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ তিনি যাঁর কাছ থেকে এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন, সেই আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইকেও জিজ্ঞাসাবাদ করেছে কমিটি ৷ প্রসঙ্গত, বুধবারের চিঠিতে আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইকেও এই নিয়ে এথিক্স কমিটির সামনে প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন মহুয়া ৷

আরও পড়ুন:মানহানির মামলায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার মহুয়ার

নিশিকান্ত ও জয় আনন্দকে জিজ্ঞাসাবাদের পর মহুয়া মৈত্রকে তলব করা হয় কমিটির তরফে ৷ প্রথম যেদিন তাঁকে ডাকা হয়, সেদিন তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানান ৷ তার পর তাঁর হাজিরার জন্য 2 নভেম্বরের (আগামিকাল) দিন ধার্য করে কমিটি ৷ সেই দিন কমিটির সামনে হাজির হতে চলেছেন ঘাসফুল শিবিরের এই সাংসদ ৷ এখন দেখার মহুয়া মৈত্র এথিক্স কমিটির সামনে হাজির হয়ে কী বক্তব্য পেশ করেন !

অন্যদিকে যে চিঠি মহুয়া এথিক্স কমিটিকে পাঠিয়েছেন, সেখানে তিনি আরও অভিযোগ করেছেন যে নানা বিষয়ে এথিক্স কমিটি দু’ রকম অবস্থান নিচ্ছে ৷ এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরীর প্রসঙ্গ ৷ ওই সাংসদের বিরুদ্ধে লোকসভায় বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ সেই বিষয়টি এথিক্স কমিটি ফেলে রেখেছে বলে অভিযোগ মহুয়ার ৷

উল্লেখ্য, বিধুরীকে কমিটি গত 10 অক্টোবর তলব করেছিল এই বিষয়ে মৌখিক প্রমাণ দেওয়ার জন্য ৷ কিন্তু তিনি সেদিন আসেননি ৷ না আসার কারণ হিসেবে তিনি কমিটিকে জানিয়েছিলেন যে এখন রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি ব্যস্ত ৷

এ দিকে এই ইস্যুতে আরও একবার মহুয়া মৈত্রর বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তাঁর দাবি, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মহুয়া মৈত্রের লোকসভার লগ-ইন ব্য়বহার করে দুবাইয়ে বসে 47 বার প্রশ্ন করেছেন ব্যবসায়ী দর্শন হিরানন্দানি ৷ যদি এই খবর সত্যি হয়, তাহলে দেশের সব সাংসদের উচিত মহুয়ার দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো । তাঁর প্রশ্ন, সাংসদরা কি পুঁজিপুতিদের হয়ে কাজ করেন ?

পিটিআই ইনপুট-সহ

আরও পড়ুন:তাঁর ফোন-ইমেল হ্যাকের চেষ্টা কেন্দ্রের, অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে অভিযোগ মহুয়ার

Last Updated :Nov 1, 2023, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details