পশ্চিমবঙ্গ

west bengal

Pegasus-Supreme Court : পেগাসাস নিয়ে পরবর্তী শুনানি সোমবার, বাইরে বিতর্কে নিষেধ প্রধান বিচারপতির

By

Published : Aug 10, 2021, 12:54 PM IST

Updated : Aug 10, 2021, 7:59 PM IST

পেগাসাস বিতর্কের সত্যি সামনে আনতে আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷ মঙ্গলবার শুরু হল সেই মামলার শুনানি ৷ এই শুনানির লাইভ ওয়েবকাস্টের দাবি জানিয়েছে দু’টি সংগঠন ৷

supreme court starts hearing of pegasus spyware case
Pegasus-Supreme Court : পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে শুরু শুনানি, লাইভ ওয়েবকাস্টের দাবিতে প্রধান বিচারপতিকে চিঠি

নয়াদিল্লি, 10 অগস্ট : পেগাসাস (Pegasus Spyware) নিয়ে যখন প্রথম দিন থেকেই উত্তপ্ত সংসদ, তখন সুপ্রিম কোর্টে (Supreme Court) হল এই সংক্রান্ত শুনানি ৷ মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI NV Ramana)-র নেতৃত্বেতিন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি করে ৷ শীর্ষ আদালত আগামী 16 অগস্ট পর্যন্ত এই মামলার পরবর্তী শুনানি করবে বলে জানিয়েছে ৷ এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারের থেকে নির্দেশ আনতে বলা হয়েছে সলিসিটার জেনারেল তুষার মেহতাকে ৷

ইজরায়েলে তৈরি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে কি দেশের রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও সাংবাদিকদের ফোনে আড়ি পেতেছে কেন্দ্রীয় সরকার ? আপাতত এটাই ভারতবাসীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন ৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের মোদি সরকার (Modi Government) এই ঘটনার সঙ্গে জড়িত ৷

আরও পড়ুন :Supreme Court : হাইকোর্টের অনুমতি ছাড়া আইনপ্রণেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহারে ‘না’ সুপ্রিম কোর্টের

তাই এই নিয়ে সত্য সামনে আনতে আদালতের নজরদারিতে তদন্ত হওয়া উচিত বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে ৷ সেই দাবিতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷ যে মামলার শুনানি শুরু হল মঙ্গলবার ৷

গতকাল, সোমবার দেশের শীর্ষ আদালত এই মামলার শুনানি করতে সম্মতি জানায় ৷ তখন প্রধান বিচারপতি এন ভি রামানা মামলাকারী ও সলিসিটার জেনারেল তুষার মেহতাকে হুঁশিয়ারি দেন যে কেউ যেন নিজেদের সীমা লঙ্ঘন না করেন৷ পাশাপাশি তিনি জানান, প্রত্যেককেই নিজের বক্তব্য পেশের সুযোগ পাবেন ৷

আরও পড়ুন :N V Ramana: থানাতেই মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি সবচেয়ে বেশি, মত প্রধান বিচারপতির

একই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে মামলাকারীদের জানানো হয় যে যাঁরা এই বিষয়ে আগ্রহী এবং নিজেদের মতামত প্রকাশ করতে চান, তাঁদের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে মতামত দেওয়া থেকে বিরত থাকতে হবে ৷ আর নিজেদের প্রশ্ন সুষ্ঠু একটি আলোচনার মাধ্যমে তুলতে হবে এবং বিচারব্যবস্থাকে সম্মান করতে হবে ৷ এই ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম নীতি মেনে চলা উচিত ৷

এদিনও তিন বিচারপতি স্পষ্ট করে দেন যে সোশ্যাল মিডিয়া বা আদালতের বাইরে আবেদনকারীরা সমান্তরাল বিতর্ক চালিয়ে যেতে পারবে না ৷ তবে এই নিয়ে বিতর্কের বিরোধী নয় আদালত ৷ মঙ্গলবার শুনানিতে এটাই জানিয়েছেন প্রধান বিচারপতি ৷ বিষয়টি বিচারাধীন বলেই তিনি এই নিয়ে বিরত থাকতে বলছেন বলে জানিয়েছেন এন ভি রামানা ৷

পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট যে শুনানি করবে, তা লাইভ ওয়েবকাস্ট করানোর দাবি জানিয়েছে ক্যাম্পেন ফর জুডিসিয়াল অ্যাকাউন্টাবিলিটি অ্যান্ড রিফর্ম বা সিজেএআর (CJAR) এবং দ্য ন্যাশনাল ক্যাম্পেন ফর পিপলস রাইট টু ইনফরমেশন বা এনসিপিআরআই (NCPRI) ৷ তারা এই দাবিতে চিঠিও লিখেছে দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে ৷

আরও পড়ুন :editors guild : সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবিতে মামলা এডিটরস গিল্ডের

এদিকে মঙ্গলবারও পেগাসাস ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ (Parliament) ৷ লোকসভা (Loksabha) ও রাজ্যসভায় (Rajyasabha) বিরোধীরা বিক্ষোভ দেখান৷ সংসদে এই নিয়ে আলোচনার দাবি তোলেন ৷ সরকার-পক্ষ অবশ্য এই নিয়ে আলোচনায় কোনও সম্মতি জানায়নি ৷

Last Updated : Aug 10, 2021, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details