পশ্চিমবঙ্গ

west bengal

Contempt Notice to SEBI: সেবির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি সুপ্রিম কোর্টের

By

Published : Nov 11, 2022, 10:17 AM IST

Updated : Nov 11, 2022, 10:48 AM IST

সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করায় এবার সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করা হল (Supreme Court Issues Contempt Notice to SEBI) ৷

Supreme Court Issues Contempt Notice to SEBI on Non-Compliance of Court Order
Supreme Court Issues Contempt Notice to SEBI on Non-Compliance of Court Order

নয়াদিল্লি, 11 নভেম্বর: সেবি অর্থাৎ, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court Issues Contempt Notice to SEBI) ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রির আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, গত 5 অগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ সেবি কার্যকর করেনি (Non-Compliance of Court Order) ৷ ওই নির্দেশে আদালত জানিয়েছিল, বাজার নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা রিয়ালায়েন্স ইন্ডাস্ট্রিকে তাদের কোম্পানির নির্দিষ্ট নথির অ্যাক্সেস প্রদান করতে হবে ৷ সেটা না হওয়ায় শীর্ষ আদালত এই নোটিশ জারি করল ।

বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি এমএম সুন্দরেশ এর ডিভিশন বেঞ্চে এদিন এই মামলার শুনানি ছিল ৷ আদালতের তরফে আদালত অবমাননার অভিযোগে সেবির কাছে জবাব চাওয়া হয়েছে ৷ আগামী 2 ডিসেম্বরের মধ্যে তাদের এর জবাব দিতে বলা হয়েছে ৷ সেবির তরফে আইনজীবী অভিষেক সিং সেই নোটিশ গ্রহণ করেছেন ৷ অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফে আইনজীবী হরিশ সালভে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছিলেন ৷

যেখানে অভিযোগ করা হয়েছে, গত 5 অগস্ট সুপ্রিম কোর্ট সেবিকে একটি নির্দেশ দিয়ে বলেছিল, একটি নথির কপি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেবে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ৷ কিন্তু, দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও আদালতের সেই নির্দেশ কার্যকর করা হয়নি ৷ তবে, সেবির তরফে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা আইনজীবী কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে হাজরি ছিলেন ৷ তিনি আদালতকে জানান, 5 অগস্টের নির্দেশের বিরুদ্ধে একটি পুনর্বিবেচনার আবেদন করা হয়েছিল এই আদালতেই ৷ সেই মামলায় কোনও রায় এখনও বেরয়নি ৷

আরও পড়ুন:শুক্রে আলাদা বেঞ্চ গঠন করে জ্ঞানব্যাপী মামলার শুনানি

কিন্তু, ডিভিশন বেঞ্চ তার নির্দেশ বলে, ‘‘গত 12 অক্টোবর আমরা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলাম সেই পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে ৷’’ এর পরেই সেবির বিরুদ্ধে নোটিশ জারি করে শীর্ষ আদালত ৷

Last Updated :Nov 11, 2022, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details