ETV Bharat / bharat

Gyanvapi Case: শুক্রে আলাদা বেঞ্চ গঠন করে জ্ঞানব্যাপী মামলার শুনানি

author img

By

Published : Nov 10, 2022, 12:35 PM IST

Supreme Court will set up a bench to hear Gyanvapi Case on Friday
Gyanvapi Case: শুক্রে আলাদা বেঞ্চ গঠন করে জ্ঞানব্যাপী মামলার শুনানি

জ্ঞানব্যাপী মামলায় (Gyanvapi Case) আলাদা বেঞ্চ গঠনের দাবি মেনে নিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ শুক্রবার দুপুরে বেঞ্চ গঠন করে মামলা শোনা হবে বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice D Y Chandrachud) ৷

নয়াদিল্লি, 10 নভেম্বর: জ্ঞানব্যাপী মামলায় (Gyanvapi Case) আলাদা বেঞ্চ গঠন করে শুনানি করার আবেদন মেনে নিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ শুক্রবার সংশ্লিষ্ট বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে স্থির করা হয়েছে ৷ এই মামলায় হিন্দু পক্ষের দাবি, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরের ভিতরেই নাকি একটি প্রাচীন শিবলিঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে ৷ যদিও মসজিদ কর্তৃপক্ষের দাবি, সেটি মোটেও শিবলিঙ্গ নয়, একটি ফোয়ারা ৷ আকৃতিগত বৈশিষ্ট্যের জন্যই কেউ কেউ ওই ফোয়ারাকে শিবলিঙ্গ বলে ভুল করছেন ৷ যদিও তা মানতে নারাজ হিন্দু পক্ষ ৷

এই প্রেক্ষাপটে শিবলিঙ্গের দাবিদারদের আবেদন, আদালতের সংশ্লিষ্ট একটি নির্দেশেই জ্ঞানব্যাপী মন্দিরের ভিতরে থাকা ওই 'শিবলিঙ্গ' এবং তার আশপাশের অংশ সংরক্ষণ করতে বলা হয়েছে ৷ হিন্দু পক্ষের তরফে এই নির্দেশের মেয়াদ বাড়ানোর দাবি তোলা হয়েছে ৷ শুক্রবার এই বিষয়েই শুনানি হবে শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চে ৷

আরও পড়ুন: জ্ঞানব্যাপী শৃঙ্গার গৌরী মামলায় আদালতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিপিআইএমের

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice D Y Chandrachud) নেতৃত্বাধীন একটি বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে ৷ কয়েকজন হিন্দু ভক্তের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করেন আইনজীবী বিষ্ণু শংকর জৈন ৷ তিনি আদালতকে জানান, যে নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে থাকা 'শিবলিঙ্গ' এবং লাগোয়া অংশের সংরক্ষণ করতে বলা হয়েছে, সেটির মেয়াদ আগামী 12 নভেম্বর শেষ হয়ে যাবে ৷ তাই ওই নির্দেশের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখুক শীর্ষ আদালত ৷

এরই জবাবে এদিন প্রধান বিচারপতি বলেন, "আগামিকাল দুপুর 3টেয় আমরা একটি বেঞ্চ গঠন করব ৷" প্রসঙ্গত, এখানে যে নির্দেশটির কথা হিন্দু ভক্তদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, গত 17 মে সুপ্রিম কোর্টই অন্তর্বর্তী রায় হিসাবে সেটি ঘোষণা করেছিল ৷ সেই অন্তর্বর্তী রায়ে জ্ঞানব্যাপী মসজিদ চত্বরের সংশ্লিষ্ট অংশটুকু সংরক্ষণ করার পক্ষে সায় দিয়েছিল শীর্ষ আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.