ETV Bharat / state

CPIM on Gyanvapi Case: জ্ঞানব্যাপী শৃঙ্গার গৌরী মামলায় আদালতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিপিআইএমের

author img

By

Published : Sep 14, 2022, 9:27 PM IST

জ্ঞানব্যাপী শৃঙ্গার গৌরী মামলায় (Gyanvapi Shringar Gauri Case) আদালতের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলল সিপিআইএম (CPIM) । 1991 সালের উপস্থাপনা স্থল সংক্রান্ত আইনের সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির তরফে ।

CPIM on Gyanvapi Case
CPIM on Gyanvapi Case

কলকাতা, 14 সেপ্টেম্বর: জ্ঞানব্যাপী শৃঙ্গার গৌরী মামলায় (Gyanvapi Shringar Gauri Case) আদালতের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলল সিপিআইএম (CPIM) কেন্দ্রীয় কমিটি । সম্প্রতি বারাণসীর জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) দেওয়ালের বাইরের অংশে যে দেবদেবীর মূর্তি রয়েছে, সেখানে পুজোর অনুমতি চেয়ে মামলা দায়ের হয়েছিল ৷ মামলা দায়ের করেছিলেন পাঁচজন মহিলা ৷

এই আবেদনের যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল মসজিদ কর্তৃপক্ষ ৷ কিন্তু সেই যুক্তি খারিজ করেই মামলা শুনতে রাজি হয় বারাণসী জেলা আদালত (Varanasi District Court) ৷ আর তাতেই 1991 সালের উপস্থাপনা স্থল সংক্রান্ত আইনের সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির তরফে । একই সঙ্গে ধর্মীয় স্থান সংক্রান্ত আইন বজায় রাখার আবেদন জানানো হয়েছে ।

মঙ্গলবার সিপিএম কেন্দ্রীয় কমিটির তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, "জ্ঞানবাপী মামলায় বারাণসীর জেলা আদালতের সিদ্ধান্তে 1991 সালের উপাসনা স্থান সংক্রান্ত আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে । আদালত বলেছে মসজিদের অভ্যন্তরে প্রার্থনার অধিকার চেয়ে দায়ের হওয়া মামলাগুলি গ্রহণযোগ্য এবং উল্লিখিত আইনে এমন ক্ষেত্রে কোনও বাধা নেই ।"

সিপিএমের আরও বক্তব্য, "অনভিপ্রেত ঘটনা প্রতিরোধের উদ্দেশ্যেই আইনটি প্রণয়ন করা হয়েছিল ৷ বিচার বিভাগেরই একাংশের দ্বারা সেই আইনের ভুল ব্যাখ্যায় পরিস্থিতি ভয়াবহ পরিণতির দিকে এগোবে । কেন্দ্রে ক্ষমতাসীন দল সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করার লক্ষ্যে ইতিহাসের বিকৃত ব্যখ্যা-সহ যা খুশি তাই করতে চায়, এটা কোনও গোপন বিষয় নয় । ধর্মীয় অনুভূতিকে আঘাত করার লক্ষ্যেই বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষের জায়গাতেই মসজিদগুলির নির্মাণ করা হয়েছিল, এমন দাবি তোলা হচ্ছে । সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লক্ষ্যেই এই দাবি তোলা হচ্ছে ৷ এই কৌশল সাম্প্রদায়িক রাজনীতির এক অতি পরিচিত পদ্ধতি ।"

এখানেই শেষ নয় । সিপিএম পলিট ব্যুরোর আরও অভিযোগ, "মথুরা ও বারাণসীর মতো ঘটনা যেখানে উদ্দেশ্য প্রণোদিত আবেদন করা হচ্ছে, এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সর্বোচ্চ জাতীয় স্বার্থকে অক্ষুন্ন রাখাই ছিল 1991 সালে প্রণীত উপাসনা স্থানসমূহ সংক্রান্ত আইনটির প্রধান লক্ষ্য । 1991সালে প্রণীত বিধানটির লক্ষ্য ও অবস্থানের গুরুত্ব মাথায় রেখেই কঠোরভাবে এই আইন প্রয়োগের জন্য নিজেদের সোচ্চার সমর্থনকেই পুনর্ব্যক্ত করছে সিপিআইএম ।" (CPIM central committee raises concerns on court ruling in Gyanvapi case)

আরও পড়ুন: জ্ঞানবাপী শ্রিঙ্গার গৌরী মামলার শুনানিতে সম্মতি বারাণসী জেলা আদালতের

প্রসঙ্গত, সোমবার বিচারক রায় দিলেন জ্ঞানবাপী শ্রিঙ্গার গৌরী মামলায় ৷ রায়ে তিনি জানিয়েছেন, যে পরবর্তী শুনানি হবে 22 সেপ্টেম্বর ৷ গত 20 মে জ্ঞানব্যাপী শ্রিঙ্গার গৌরী মামলায় জরুরি ভিত্তিতে শুনানি শুরু করেন বারাণসী জেলা আদালতের বিচারক ৷ মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, মামলার গুরুত্ব বিচার করে দ্রুত শুনানি শেষ করতে হবে ৷ 2021 সালের 24 অগস্ট এই মামলা দায়ের করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.