পশ্চিমবঙ্গ

west bengal

Sonia Gandhi : হাজিরার জন্য ইডি'র কাছে আরও সময় চাইলেন সোনিয়া

By

Published : Jun 22, 2022, 8:30 PM IST

Sonia Gandhi seeks more time for appearing before ED in National Herald Case

ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) হাজিরা দেওয়ার জন্য আরও সময় চান কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Chief Sonia Gandhi) ৷ বুধবার সেই কারণে তিনি চিঠি পাঠিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ৷ করোনা সংক্রান্ত অসুস্থতার জেরেই তিনি সময় চাইছেন বলে চিঠিতে জানিয়েছেন ৷

নয়াদিল্লি, 22 জুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সোনিয়া গান্ধিকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ কিন্তু তিনি ইডি'র মুখোমুখি হওয়ার জন্য আরও কয়েক সপ্তাহ সময় চান ৷ বুধবার তিনি ইডি-কে এই নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ৷

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Chief Sonia Gandhi) ও তাঁর ছেলে তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Congress MP Rahul Gandhi) জেরার জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ রাহুল গান্ধিকে ইতিমধ্য়ে পাঁচদিন জেরা করা হয়ে গিয়েছে ৷ কিন্তু সোনিয়া গান্ধি ইডি-র সামনে উপস্থিত হতে পারেননি ৷ তার কারণ, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালেও ভর্তি ছিলেন ৷ গত 20 জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি মাসের 8 তারিখ ইডি সোনিয়াকে হাজির হওয়ার নোটিশ দিয়েছিল ৷ কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি সেদিন যেতে পারেননি ৷ এর পর ইডি আবার নোটিশ জারি করে ৷ প্রথমবারও অসুস্থতার কারণ দেখিয়ে আরও সময় চেয়েছিলেন সোনিয়া ৷ এবারও একই পদক্ষেপ করলেন তিনি ৷

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটারে জানিয়েছেন যে তাঁর দলের নেত্রীকে চিকিৎসকরা বাড়িতে বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন ৷ সেই কারণেই হাজিরা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে ইডিকে চিঠি লিখেছেন সোনিয়া গান্ধি ৷

এদিকে রাহুল গান্ধিকে ইডির জেরা নিয়ে গত কয়েকদিন ধরে দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতা ৷ দলের শীর্ষস্তরের নেতারা নয়াদিল্লিতে ধরনা, বিক্ষোভ করছেন ৷ আর রাজ্যে রাজ্যে চলছে বিক্ষোভ ৷ রাজনৈতিক মহলের অনুমান, সোনিয়া যেদিন হাজিরা দিতে যাবেন, সেদিন বিক্ষোভের মাত্রা আরও বাড়তে পারে ৷

কিন্তু রায়বরেলির সাংসদ কবে যাবেন ইডি অফিসে ? তা আপাতত জানা যায়নি ৷ কারণ, ইডি সোনিয়াকে নতুন করে কতটা সময় দেবে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ ইডির আধিকারিকরাও এই নিয়ে মুখ খুলতে নারাজ ৷

আরও পড়ুন :National Herald Case: রাহুলকে ফের 12 ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সব বিধায়ককে দিল্লি তলব কংগ্রেসের

ABOUT THE AUTHOR

...view details