National Herald Case: রাহুলকে ফের 12 ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সব বিধায়ককে দিল্লি তলব কংগ্রেসের

author img

By

Published : Jun 22, 2022, 10:30 AM IST

ED Questioned Rahul Gandhi Over 12 hours in National Herald Case

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পঞ্চম দিনে 12 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করল ইডি (ED Questioned Rahul Gandhi Over 12 hours in National Herald Case) ৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে বারোটার পর ইডি দফতর থেকে বের হন ওয়েনাডের সাংসদ ৷

নয়াদিল্লি, 22 জুন: এই সপ্তাহে আর হয়তো কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ৷ মঙ্গলবার পঞ্চম দফা তলবে রাহুলকে 12 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা (ED Questioned Rahul Gandhi Over 12 hours in National Herald Case) ৷

ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেন ইস্যুতে গত 13 জুন প্রথমবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন রাহুল ৷ সেখানে লাগাতার তিনদিন প্রায় 27 ঘণ্টা রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এর পর মাঝে বেশ কিছু দিনের বিরতির পর 20 জুন আবারও রাহুল গান্ধিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি ৷ গতকাল জিজ্ঞাসাবাদের পঞ্চম দিনে রাহুলকে 12 ঘণ্টার উপর জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এ নিয়ে অবশ্য কংগ্রেসের তরফে পুরোটাই ‘নোংরা প্রতিশোধ’ বলে উল্লেখ করা হয়েছে ৷ কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘‘একটি ভিত্তিহীন মামলায় কংগ্রেস নেতাকে মাত্র 3টি প্রশ্ন করা হয়েছে ৷ 50 ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদের পরেও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রশ্ন শেষ না হওয়া আসলে অবিচার ৷’’

প্রসঙ্গত, এ দিন কংগ্রেসের তরফে এই ইস্যুতে সব রাজ্যের বিধায়কদের দিল্লিতে আসতে বলা হয়েছে ৷ বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইডিকে দিয়ে রাহুল গান্ধিকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ আর এর বিরুদ্ধে রাজধানীতে কংগ্রেসের এই আন্দোলনকে আরও তীব্র করতে সব রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এবং সেখানকার বিধায়কদের দিল্লিতে এসে প্রতিবাদে সামিল হতে বলা হয়েছে হাইকমান্ডের তরফে ৷

আরও পড়ুন : Rahul Gandhi ED Appearence : রাত সাড়ে বারোটায় ইডি অফিস ছাড়লেন রাহুল ! মঙ্গলবারও তলব

গতকাল রাত প্রায় 12টা 40 মিনিটে ইডি দফতর ছাড়েন রাহুল গান্ধি ৷ এই পরিস্থিতিতে গতকালই করোনা পরবর্তী অসুস্থতার চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন সোনিয়া গান্ধিও ৷ তাঁকেও ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করেছে ইডি ৷ তবে, ইডি’র তরফে সোনিয়াকে 23 জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, কংগ্রেস সভানেত্রী কি ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন ? কারণ, বহুদিন ধরে অসুস্থ সোনিয়ার শারীরিক অবস্থা করোনার পর আরও খারাপ হয়ে যায় ৷ তাঁকে অনেকদিন হাসপাতালেও থেকে চিকিৎসা করাতে হয়েছে ৷ ফলে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সোনিয়া গান্ধিকে ইডি তলব করবে কি না, সে নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর তেমনটা হলে, কংগ্রেস হাইকমান্ড এটাকে বড় ইস্যু তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.