পশ্চিমবঙ্গ

west bengal

Mukesh Ambani: দেশ ছাড়ছেন না আম্বানিরা, লন্ডনে কেনা সম্পত্তি ব্যবসারই অঙ্গ, জানাল রিলায়্যান্স

By

Published : Nov 6, 2021, 1:47 PM IST

এ বছরের শুরুতে ব্রিটিনের বাকিংহ্যামশায়ারের স্টোক পার্কে ঐতিহাসিক সম্পত্তিটি কেনেন মুকেশ । লন্ডন থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত ওই সম্পত্তিটির ঐতিহাসিক গুরুত্বও যথেষ্ট । 1988 সাল থেকে ওই সম্পত্তি কিং ব্রাদার্স আন্তর্জাতিক সংস্থার হাতে ছিল । 7 কোটি 90 লক্ষ ডলারে সেটি কিনে নেন মুকেশ ।

Reliance clarifies that Mukesh Ambani and family not relocating to London Property
মুকেশ আম্বানি ।

মুম্বই, 6 নভেম্বর: মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের সদস্যরা কোথাও যাচ্ছেন না বলে এবার জানিয়ে দিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড । এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ এবং তাঁর গোটা পরিবার ভারত থেকে পাততাড়ি গুটিয়ে স্থায়ী ভাবে লন্ডন চলে যাওয়ার পরিকল্পনা করছেন বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল । আম্বানি পরিবার সেই নিয়ে কোনও মন্তব্য না করলেও, শুক্রবার তাদের সংস্থা রিলায়্যান্স বিবৃতি প্রকাশ করে জানায়, ভারত ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কোনও পরিকল্পনা বা অভিসন্ধি নেই সংস্থার চেয়ারম্যান মুকেশ এবং তাঁর পরিবারের ।

শুক্রবার রিলায়্যান্স-এর তরফে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘সব অযৌক্তিক এবং ভিত্তিহীন জল্পনা ৷ রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা জিনিস স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চায় যে, লন্ডন হোক বা পৃথিবীর অন্য কোনও জায়গা, কোথাও সরে যাওয়া বা স্থায়ী ভাবে বাস করার কোনও পরিকল্পনা নেই সংস্থার চেয়ারম্যান এবং তাঁর পরিবারের ৷’’

আরও পড়ুন:Kedarnath-Yamunotri : ঠান্ডার আমেজ আসতেই কেদারনাথ ও যমুনোত্রী মন্দির দর্শন

পরিবার সমেত লন্ডনে সরে যাওয়া নয়, ওই সম্পতিটিকে ব্যবসার কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও দাবি করে রিলায়্যান্স ৷ বিবৃতিতে বলা হয়, ‘‘রিলায়্যান্স গ্রুপ সম্প্রতি স্টোক পার্কের ওই ঐতিহ্যশালী সম্পত্তিটি কিনে নিয়েছে বটে ৷ তবে সেটিকে প্রথম সারির গল্ফ এবং ক্রীড়াপ্রেমীদের রিসর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ৷ সেখানকার আইন মেনেই গোটা প্রক্রিয়া সম্পাদিত হবে ৷ এতে দ্রুত গতিতে সংস্থার গ্রাহকের সংখ্যা বাড়বে যেমন, তেমনই ভারতীয় আতিথেয়তাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া যাবে ৷’

লন্ডনে আম্বানিদের ওই সম্পত্তি কেনাকে ঘিরেই বিতর্কের সূত্রপাত । এ বছরের শুরুতে ব্রিটিনের বাকিংহ্যামশায়ারের স্টোক পার্কে ঐতিহাসিক সম্পত্তিটি কেনেন মুকেশ । লন্ডন থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত ওই সম্পত্তিটির ঐতিহাসিক গুরুত্বও যথেষ্ট । 1988 সাল থেকে ওই সম্পত্তি কিং ব্রাদার্স আন্তর্জাতিক সংস্থার হাতে ছিল । 7 কোটি 90 লক্ষ ডলারে সেটি কিনে নেন মুকেশ । তাতেই জল্পনা শুরু হয় যে, মুম্বইয়ের গগনভেদী 4 লক্ষ স্কোয়্যার ফুটের অ্যান্টিলিয়া ছেড়ে সপরিবারে লন্ডনে চলে যেতে পারেন মুকেশ ৷ তবে বিবৃতি দিয়ে তা খারিজ করে দিল রিলায়্যান্স ৷

আরও পড়ুন:Narendra Modi : ভাইফোঁটায় দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ব্রিটেনে অভিজাতদের বিলাসবহুল জীবনের অন্যতম অংশ হল রিসর্ট ৷ একত্রে স্পা, হোটেল, গল্ফ কোর্স এবং কান্ট্রি ক্লাবের মতো সুযোগ সুবিধা পেলে দলে দলে ভিড় করেন সকলে, যাঁদের মধ্যে রয়েছেন তাবড় অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিক এবং সর্বোপরি রাজ পরিবারের সদস্যরা ৷ বিভিন্ন ছবির শ্যুটিংও হয় এই ধরনের রিসর্টে ৷ সুনীল মিত্তল, হিন্দুজা গ্রুপ এবং অনিল আগরওয়ালের মতো অনেক ভারতীয় ব্যবসায়ীই লন্ডনকে দ্বিতীয় বাড়ি হিসেবে বেছে নিয়েছেন ৷ 2020 সালে গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য হ্যাম্পশায়ারের হেকফিল্ড প্লেসকে বেছে নিয়েছিলেন আম্বানিরাও ৷

ABOUT THE AUTHOR

...view details